World Wrestling Championships: ফাইনালের আশা শেষ ভিনেশ ফোগতের

Updated: 17 September 2019 19:15 IST

এই মরসুমে ভিনেশ ফোগতের এটি ছিল পর পর দুটো হার এই জাপানি প্রতিযোগীর বিরুদ্ধে। চিনে এশিয়ান চ্যাম্পিয়নশিপে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নের কাছে হারের মুখ দেখতে হয়েছিল।

Vinesh Phogat
Vinesh Phogat হারলেন জাপানের প্রতিযোগীর বিরুদ্ধে © এএফপি

Vinesh Phogat এবার আর ফাইনালে পৌঁছতে পারলেন না। ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপের ৫৩ কেজি বিভাগে জাপানের মায়ু মুকাইরার সামনে দাঁড়াতেই পারলেন না ভারতের ভিনেশ ফোগত। কাজাখস্তানের নুর-সুলতানে বসেছে এই প্রতিযোগিতার আসর। ফাইনালের রাস্তা বন্ধ হয়ে গেলেও এখনও ব্রোঞ্জ পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভিনেশের সামনে। কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই আমেরিকার সারা হিলডেব্র্যান্টকে হারিয়ে দিয়েছিলেন ভারতের এই প্রতিযোগী। তবে এখনও একটা ক্ষিণ সুযোগ রয়েছে তাঁর সামনে। রেপচেজ রাউন্ডে মুকাইরার বিরুদ্ধে তিনি কী করছেন সেটা বড়। যদি জাপানি কুস্তিগীর  ফাইনালে পৌঁছে যায় তা হলে ভিনেশের হাত থেকে ব্রোঞ্জ হাতছাড়া তো হবেই সঙ্গে ২০২০ অলিম্পিকও অনিশ্চিত হয়ে পড়বে। 

এই মরসুমে ভিনেশ ফোগতের এটি ছিল পর পর দুটো হার এই জাপানি প্রতিযোগীর বিরুদ্ধে। চিনে এশিয়ান চ্যাম্পিয়নশিপে দু'বারের বিশ্ব চ্যাম্পিয়নের কাছে হারের মুখ দেখতে হয়েছিল। ভিনেশের ঝুলিতে ইতিমধ্যেই এসেছে কমনওয়েলথ ও এশিয়ান গেমস ট্রফি কিন্তু এখনও আসেনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ।  

World Wrestling Championships 2019: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ

অন্য অলিম্পিক বিভাগে ৫০ কেজিতে সিমা বিসলা ২-৯-এ হেরে গেলেন তিনবারের অলিম্পিক পদকজয়ী আজারবাইজানের মারিয়া সাদনিকের কাছে। সেমিফাইনালে পৌঁছে গিয়েছে আজারবাইজান। যার ফলে সিমার আশা এখনও জিইয়ে রয়েছে। 

নন-অলিম্পিক বিভাগে ৭২ কেজিতে কোমল গোলে অত্যধিক রক্ষনাত্মক খেলে কোয়ালিফাইং রাউন্ডেই হেরে গেলেন। ৫৫ কেজিতে ললিতাকে হারিয়ে দিলেন মোঙ্গোলিয়ার বোলোরতুয়া বাত। ললিতা ও কোমলের পদক ততক্ষণ নিশ্চিত হবে না যতক্ষণ না তাঁদের হারানো বোলোরতুয়া ও আলতাগ কোয়ার্টার ফাইনালে হারবেন।

(তথ্য পিটিআই)

Comments
হাইলাইট
  • ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন শেষ ভিনেস ফোগতের
  • প্রাক্তন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কাছে হারলেন ভিনেশ ফোগত
  • ব্রোঞ্জ পদকের দৌঁড়ে এখনও রয়েছেন ভিনেশ ফোগত
সম্পর্কিত খবর
Deepak Punia র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছলেন, নামলেন বজরং পুনিয়া
Deepak Punia র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছলেন, নামলেন বজরং পুনিয়া
World Wrestling Championships: চোটের জন্য ফাইনালে নামাই হল না দীপক পুনিয়ার
World Wrestling Championships: চোটের জন্য ফাইনালে নামাই হল না দীপক পুনিয়ার
World Championships: সুশীল কুমার ফিরেও হেরেই শেষ করলেন
World Championships: সুশীল কুমার ফিরেও হেরেই শেষ করলেন
আইপিএল ফ্র্যাঞ্চাইজির হুমকির জন্য খেলতে আসছে না শ্রীলঙ্কার প্লেয়াররা: Shahid Afridi
আইপিএল ফ্র্যাঞ্চাইজির হুমকির জন্য খেলতে আসছে না শ্রীলঙ্কার প্লেয়াররা: Shahid Afridi
অলিম্পিকের যোগ্যতা অর্জন করা ভিনেশ ফোগতকে শুভেচ্ছা বিরাট কোহলির
অলিম্পিকের যোগ্যতা অর্জন করা ভিনেশ ফোগতকে শুভেচ্ছা বিরাট কোহলির
Advertisement