
Vinesh Phogat বুধবার World Wrestling Championships -এর ৫৩ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতে নিয়েছেন। তার আগেই অবশ্য যোগ্যতা অর্জন করে নিয়েছেন ২০২০ টোকিও অলিম্পিকের। তবে ব্রোঞ্জ জিতে বা অলিম্পিকের যোগ্যতা অর্জন করেই থামতে নারাজ ভিনেশ ফোগত। বরং টোকিও অলিম্পিকের আসরে সেই ব্রোঞ্জকেই সোনায় পরিণত করার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন এই কুস্তিগীর। ব্রোঞ্জ পদক জয়ের পর তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর লক্ষ্য এখন টোকিও অলিম্পিকে আগামী বছর ব্রোঞ্জটাকে সোনায় পরিণত করা।
ভিনেশ ফোগত বলেন, ‘‘এটা একটা স্বস্তি, এখন অলিম্পিকের প্রস্তুতিতে অনেকটা সময় পাব। আর এটা শুধু ব্রোঞ্জ। আমি এটাকে সোনার রূপ দিতে চাই এবং অলিম্পিক পদক জিততে চাই।''
World Wrestling Championships: অলিম্পিকে ভিনেশ ফোগত, জিতলেন ব্রোঞ্জ
দীর্ঘদিন ধরেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামছেন তিনি কিন্তু পদক অধরাই থেকে গিয়েছিল। এই প্রথম সেই লক্ষ্যে সফল হলেন তিনি। তিনি জানান, এই সময়টায় তিনি অলিম্পিকের জন্য নিজেকে তৈরি করতে পারবেন।
তিনি বলেন, ‘‘এটাই প্রথম অলিম্পিকের যোগ্যতা নির্ণায়ক টুর্নামেন্ট ছিল এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও ছিল সেকারণে প্রত্যেকেই এখানে খুব ভাল মতো তৈরি হয়ে এসেছিল আর মানসিকতাও অন্য ছিল। সেখান তেকে পদক পাওয়াটা আমার কাছে অবশ্যই অনেক বড়।
World Wrestling Championships: ফাইনালের আশা শেষ ভিনেশ ফোগতের
ভিনেশ জানান, বিভিন্ন টুর্নামেন্টে তাঁর চোট পাওয়ার কারণে তাঁর মা দেখা বন্ধ করে দিয়েছেন তাঁর লড়াই। তিনি বলেন, ‘‘আমার মা প্রায় আমার খেলা দেখা বন্ধ করে দিয়েছে। মা ভয় পায় আমি হয়তো আবার পা ভেঙে ফিরব। আর যদি দেখে, তাহলে বাকিদের সমস্যায় ফেলে দেয় চিৎকার করে। চিৎকার করে বলতে থাকে, ‘আমার মেয়ের পা ছেড়ে দে, ভেঙে দিও না।''
ভিনেশ তাঁ স্বামী প্রসঙ্গে বলেন, ‘‘ও হয়তো কোনও পদক জেতেনি কিন্তু কুস্তি সম্পর্কে ওর ধারণা খুব ভাল। আমার বিদেশি কোচ যা উপদেশ দেয় ওর সঙ্গে মিলে যায়।'' সদ্য তাঁর ওজন বিভাগ বদলাতে হয়েছে। তার পরই এখানে নামতে হয়েছিল। এখড় তিনি ৫৩ কেজি বিভাগে লড়ছেন। তিনি বলেন, ‘‘আমি ভাবছিলাম আমি কী ভাবে ৫৩ কেজি বিভাগে সোফিয়া ম্যাটসনের সঙ্গে লড়ব। ও খুব শক্তিশালী। কিন্তু আমি আমার মানসিকতা বদলে ফেলি এবং সঠিক পথে হাঁটতে শুরু করি।''
(তথ্য পিটিআই)