
ভারতের দিগ্গজ মল্লযোদ্ধা, সুশীল কুমার মাত্র এক মিনিটের মধ্যে নিজের প্রতিদ্বন্দ্বী রাশিয়ার জোহানেস বোথাকে চিৎ করে দিয়ে 21 তম রাষ্ট্রমন্ডল খেলায় নিজের স্বর্ণ পদকের হ্যাট্রিকের সাথে ভারতের পদকের ঝুলিতে 14 তম স্বর্ণ পদক সংযোজন করলেন. অষ্টম দিনে শেষ প্রতিযোগিতা ছিল সুশীল কুমারের, এর আগে রাহুল ওবেরয়, ববিতা ফোগাত এবং কিরণ নিজেদের খেলায় পদক লাভ করতে সক্ষম হয়েছিলেন. তাতে করে সকলের চোখ তখন ছিল সুশীলের দিকে.
এর আগে সুশীল 2010 সালে দিল্লী এবং 2014 সালে গ্লাসগোতে আয়োজিত রাষ্ট্রমন্ডলের খেলায় স্বর্ণ পদক লাভ করতে সক্ষম হয়েছিলেন. এই জয়ের সাথেই তিনি পদকের হ্যাট্রিক সম্পূর্ণ করতে সক্ষম হন. ভারতের দিগ্গজ বোথাকে সামলানোর সুযোগ পর্যন্ত দেননি. সুশীল পুরুষের 74 কিলোগ্রাম বর্গ স্পর্ধায় দক্ষিণ আফ্রিকার জোহানেস বোথাকে 10-0 তে মাত দিয়ে রাষ্ট্রমন্ডলের খেলায় তৃতীয় স্বর্ণ পদক লাভ করতে সক্ষম হন.