
রবিবার লর্ডসে বিশ্বকাপ ২০১৯-এর ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। কিন্তু সকাল থেকেই লন্ডনের আকাশের মুখ ভাড়। বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সকাল থেকেই চলছে বৃষ্টি। যদিও মনে করা হচ্ছে টসের আগেই সেই বৃষ্টি থেমে যাবে। কিন্তু তাতে ম্যাচের সময় কিছুটা পিছতেও পারে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দুই দলের সামনেই রয়েছে প্রথম বিশ্বকাপের হাতছানি। এর আগে কেউই বিশ্বকাপ জিততে পারেনি। ফাইনালে গিয়েও হারতে হয়েছে। ২০১৫ বিশ্বকাপে ফাইনালে পৌঁছেছিল নিউজিল্যান্ড। পর পর দু'বার ফাইনালে পৌঁছনোর কৃতিত্ব অর্জন করলেন কিউইরা। ইংল্যান্ডের সামনে ঘরের মাঠের সমর্থন। এবং ঘরের মানুষদের সামনে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করার লক্ষ্য। দারুণ শুরু করেও কিছুটা ধাক্কা খেয়েছিল ইংল্যান্ড। কিন্তু পরের দিকে আবার ফেরে স্বমহিমায়। ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে এবং সেখানে অস্ট্রেলিয়াকে রীতিমতো উড়িয়ে দেন ব্রিটিশরা। অন্যদিকে লিগের শীর্ষে থাকা ভারতকে সেমি ফাইনালে হারিয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডও।
ভারত-নিউজিল্যান্ডের মধ্যে প্রথম সেমিফাইনাল বৃষ্টির জন্য দু'দিনে শেষ হয়েছিল। পুরো ৫০ ওভারই খেলা হয়েছিল। দ্বিতীয় সেমিফাইনাল নির্বিঘ্নেই শেষ হয়। ফাইনালও একইভাবে পুরো ৫০ ওভার খেলেই শেষ হওয়ার আশায় দুই দল ও আয়োজকরা।
World Cup Final, NZ vs ENG: কেমন হতে পারে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের দল
বেশ কয়েকদিন ধরে লন্ডনের আকাশে কখনও মেঘ তো কখনও রোদের খেলা চলেছে। তবে রবিবার মনে করা হচ্ছে সঠিক সময়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে। টসের আগেই বৃষ্টি থেমে যাবে এবং ম্যাচ শেষ হওয়া পর্যন্ত বৃষ্টি আর হবে না। তাপমাত্রা ২১ থেকে ২৩ ডিগ্রির মধ্যে থাকববে।
রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত আকাশ পুরো পরিষ্কার থাকবে বলেই মনে করা হচ্ছে।ভারত-নিউজিল্যান্ড ম্যাচ যেমন বৃষ্টিতে প্রভাবিত হয়েছিল তেমনটা দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে হয়নি। কোনও প্রাকৃতিক দূর্যোগের মুখে পড়তে হয়নি তাদের। যদিও যার শেষ ভাল তার সব ভাল। আর সেই ইঙ্গিতই ফাইনাল ডে-তে দিচ্ছে লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস।
২০১৯ বিশ্বকাপের লিগ পর্বে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। যেখানে নিউজিল্যান্ডকে হারের মুখ দেখতে হয়েছিল।