World Cup 2019: ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ম্যাচের বিস্তারিত জেনে নিন

Updated: 06 June 2019 17:25 IST

২০১৯ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই ট্রেন্ট ব্রিজে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

World Cup 2019, West Indies vs Pakistan: Match Details With Time, Venue, Date Etc
পাকিস্তানের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে © এএফপি

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। এই দুই দলের ক্রিকেট মাঠের শত্রুতা শুরু হয়েছিল সেই ১৯৭৫ থেকে। যা কিন্তু আজও অব্যহত। একটা সময় সব সময়ই এগিয়ে থাকত ওয়েস্ট ইন্ডিজ। এর পর ক্রমশ উঠে আসে পাকিস্তান। এবং সমানে সমানে লড়াই দিতে শুরু করে। মুখোমুখি লড়াইয়ে তবুও অনেকটাই এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ ২০১৯-এও ই দুই দলের থেকে বিশেষ লড়াই দেখার লক্ষ্যে থাকবেন ক্রিকেটপ্রেমীরা। ট্রেন্ট ব্রিজে শুক্রবার নামছে এই দুই দল।

ম্যাচের বিস্তারিত:

ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান

কখন: ৩১ মে, ২০১৯

কোন সময়: ভারতীয় সময় দুপুর তিনটে

কোথায়: ওয়েস্টব্রিজ ফোর্ড, নটিংহ্যামশায়ার

স্টেডিয়াম: ট্রেন্ট ব্রিজ

দু'বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ ও ১৯৭৯-র প্রথম দুটো বিশ্বকাপই জিতে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দল। দু'বারই বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ইংল্যান্ডে। সেই ইংল্যান্ডেই আবার বিশ্বকাপের আসর।

১৯৯২-এ একমাত্র বিশ্বকাপ জিতেছে পাকিস্তান।

ধরে নেওয়াই যায় ট্রেন্ট ব্রিজে দুই দেশেরই সমর্থক যার যার দেশের জন্য গলা ফাটাবেন। কোন দল হাসিমুখে মাঠ ছাড়বে সেটা সময়ই বলবে কিন্তু দুই চিরশত্রু নামবে বিশ্বকাপের আসবে।

Comments
হাইলাইট
  • এই প্রথম বিশ্বকাপের প্রথমেই মুখোমুখি হচ্ছে দুই দল
  • ওয়েস্ট ইন্ডিজ দু’বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন
  • পাকিস্তান একবারই চ্যাম্পিয়ন হয়েছিল বিশ্বকাপে
সম্পর্কিত খবর
বিরাট কোহলিকে আউট করে ঠোঁটে আঙুল কেসরিক উইলিয়ামসের! দেখুন ভিডিও
বিরাট কোহলিকে আউট করে ঠোঁটে আঙুল কেসরিক উইলিয়ামসের! দেখুন ভিডিও
‘‘এই তরুণ দল নিয়ে উত্তেজিত’’: ভারতকে হারিয়ে Kieron Pollard
‘‘এই তরুণ দল নিয়ে উত্তেজিত’’: ভারতকে হারিয়ে Kieron Pollard
‘‘আমরা এমন ফিল্ডিং করলে কোনও রানই যথেষ্ট হবে না’’: হারের পর বিরাট কোহলি
‘‘আমরা এমন ফিল্ডিং করলে কোনও রানই যথেষ্ট হবে না’’: হারের পর বিরাট কোহলি
India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারত হারলেও কোহলির ক্যাচে মুগ্ধ ভক্তরা
India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারত হারলেও কোহলির ক্যাচে মুগ্ধ ভক্তরা
India Vs West Indies: আট উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
India Vs West Indies: আট উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
Advertisement