World Cup 2019, NZ Vs SA: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ

Updated: 18 June 2019 23:42 IST

২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে এই নিউজিল্যান্ডের কাছে হেরেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

World Cup 2019, NZ Vs SA: How To Watch Live Telecast And Streaming Of The Match
দারুণ ছন্দে রয়েছে নিউজিল্যান্ড © এএফপি

বুধবার নিউজিল্যান্ডের (New Zealand Cricket Team) বরুদ্ধে নামছে দক্ষিণ আফ্রিকা (South Africa Cricket Team)। ২০১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচ জয়ের পর আবার নামছে দক্ষিণ আফ্রিকা। এ বার এজবাস্টনে। গত বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের কাছে হেরেই বিশ্বকাপ (World Cup 2019) থেকে ছিটকে গিয়েছিলেন প্রোটিয়ারা। তাদরে সামনে এ বার সেই বদলারও পালা। যদিও তার আগে তাদের সামনে বিশ্বকাপের মঞ্চে টিকে থাকার লড়াই। ফাপ দু প্লেসির দক্ষিণ আফ্রিকা  এত খারাপ শুরু এর আগে কখনও করেনি। তারা পর পর তিন ম্যাচে হারের মুখ দেখেছে ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতের বিরুদ্ধে। অন্যদিকে নিউজিল্যান্ড দারুণ ফর্মে রয়েছে প্রথম থেকে। কেন উইলিয়ামসন দাপটের সঙ্গে দল নিয়ে এগিয়ে চলেছেন নক-আউটের দিকে।এই বিশ্বকাপে এখনও একটিও ম্যাচ হারেনি তারা। কিছুদিন আগে পর্যন্তও ছিল পয়েন্ট টেবলের শীর্ষে। দক্ষিণ আফ্রিকার জন্য ভাল খবর এনগিডি পুরো ফিট হয়ে ফিরছেন দলে।

কবে হবে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি হবে ১৯ জুন, ২০১৯ (মঙ্গলবার)

কোথায় হবে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি হবে এজবাস্টন, বার্মিংহ্যাম।

কোন সময়ে হবে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি হবে ভারতীয় সময় দুপুর তিনটে থেকে। 

কোন টিভি চ্যানেলে দেখা যাবে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

কীভাবে দেখা যাবে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচের লাইভ স্ট্রিমিং?

নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে। এ ছাড়া লাইভ আপডেটের জন্য রয়েছে sports.ndtv.com।

(সব টে‌লিকাস্ট ও স্ট্রিমিংয়ে তথ্য ব্রডকাস্টার্সদের তরফে পাওয়া।)

Comments
হাইলাইট
  • দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শুরুতেই পর পর তিনটি ম্যাচ হেরেছে
  • নিউজিল্যান্ড এখনও এই বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরো ফিট হয়ে ফিরছেন লুঙ্গি এনগিডি
সম্পর্কিত খবর
বিশ্বকাপে চার ম্যাচ হারের পর দু প্লেসি বললেন, বয়স পাঁচ বছর বেড়ে গেল
বিশ্বকাপে চার ম্যাচ হারের পর দু প্লেসি বললেন, বয়স পাঁচ বছর বেড়ে গেল
দেখুন কী ভাবে হিট উইকেট হলেন মার্টিন গাপ্তিল
দেখুন কী ভাবে হিট উইকেট হলেন মার্টিন গাপ্তিল
World Cup 2019, NZ Vs SA : কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে জয় নিউজিল্যান্ডের
World Cup 2019, NZ Vs SA : কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে জয় নিউজিল্যান্ডের
World Cup 2019, NZ Vs SA: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ
World Cup 2019, NZ Vs SA: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ
Advertisement