World Cup 2019, India vs Sri Lanka: কখন, কোথায় দেখবেন খেলার লাইভ

Updated: 05 July 2019 19:14 IST

লিগের শেষ ম্যাচে ভারতের সামনে বেশ কিছু পরীক্ষা-নিরিক্ষা করার সুযোগ রয়েছে।

World Cup 2019, India vs Sri Lanka: How To Watch Live Telecast And Streaming Of The Match
২০১৯ বিশ্বকাপের ফাইনাল লিগ পর্বের ম্যাচ জিততে মরিয়া ভারত © এএফপি

সেমিফাইনালের আগে ভারতের (Indian Cricket Team) সামনে এটাই শেষ সুযোগ। দলকে গুছিয়ে নিতে হবে এর মধ্যেই। ২০১৯ বিশ্বকাপের (World Cup 2019) সেমিফাইনালে সহজেই পৌঁছে গিয়েছে ভারত। কিন্তু মাঝে মাঝেই বেরিয়ে এসেছে দূর্বলতাগুলো। সেটা কখনও আফগানিস্তানের বিরুদ্ধে তো কখনও ইংল্যান্ডের বিপক্ষে। কখনও সমস্যায় পড়েও পেরিয়ে গিয়েছে দল কখনও আটকে যেতে হয়েছে। এই অবস্থায় সেমিফাইনালে পৌঁছে যাওয়ার পর লিগের শেষ ম্যাচে পরীক্ষা-নিরিক্ষা করার সুযোগ রয়েছে ভারতের টিম ম্যানেজমেন্টের সামনে। বিশেষ করে ভারতের সামনে চিরকালীন সমস্যা দলের মিডল অর্ডার। সেটাকেই সেমিফাইনাল ও ফাইনালের কথা মাথায় রেখে তৈরি করে নিতে হবে। শনিবার লিডসের হেডিংলেতে শ্রীলঙ্কার (Sri Lanka Cricket Team) বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে নামবে ভারত। মিডল অর্ডারের মন্থর ব্যাটিংয়ে জন্য সমস্যায় পড়তে হচ্ছে দলকে। সমালোচনার মুখেও পড়তে হয়েছে এমএস ধোনি (MS Dhoni) ও কেদার যাদবকে (Kedar Yadav)। যার জন্য দীনেশ কার্তিককে (Dinesh Karthik) নিয়ে আসা হয় শেষ ম্যাচে। কিন্তু তিনি দলকে ভরসা দিতে পারেননি। সেটাই ছিল তাঁর প্রথম বিশ্বকাপ ম্যাচ। কিন্তু ভারতের মিডল অর্ডারের সমস্যা মেটাতে ব্যর্থ তিনি।

কবে হবে ভারত বনাম আফগানিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

ভারত বনাম আফগানিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি হবে ০৬ জুন, ২০১৯ (শনিবার)।

কোথায় হবে ভারত বনাম আফগানিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

ভারত বনাম আফগানিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি হবে হেডিংলে, লিডস।

কোন সময়ে হবে ভারত বনাম আফগানিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

ভারত বনাম আফগানিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি হবে ভারতীয় সময় দুপুর তিনটে থেকে।

কোন টিভি চ্যানেলে দেখা যাবে ভারত বনাম আফগানিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

ভারত বনাম আফগানিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

কীভাবে দেখা যাবে ভারত বনাম আফগানিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচের লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম আফগানিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে। এ ছাড়া লাইভ আপডেটের জন্য রয়েছে sports.ndtv.com।

(সব টে‌লিকাস্ট ও স্ট্রিমিংয়ে তথ্য ব্রডকাস্টার্সদের তরফে পাওয়া।)

Comments
হাইলাইট
  • ভারতের সামনে এখনও সমস্যা দলের চার নম্বর ব্যাটিং পজিশন
  • শ্রীলঙ্কার বোলিংকে নেতৃত্বে দিচ্ছেন লাসিথ মালিঙ্কা, নিয়েছেন ১২টি উইকেট
  • দুই দলের লিগ পর্বের শেষ ম্যাচ এটি, শ্রীলঙ্কা ইতিমধ্যেই ছিটকে গিয়েছে
সম্পর্কিত খবর
জন্মদিনে মেয়ের সঙ্গে নাচলেন ধোনি, স্ত্রী সাক্ষী সহ অন্যদের সঙ্গে সেলিব্রেট করলেন দিনটি
জন্মদিনে মেয়ের সঙ্গে নাচলেন ধোনি, স্ত্রী সাক্ষী সহ অন্যদের সঙ্গে সেলিব্রেট করলেন দিনটি
World Cup 2019: "অসাধারণ একটি দলের অংশ" শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করার পর বললেন কোহলি
World Cup 2019: "অসাধারণ একটি দলের অংশ" শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করার পর বললেন কোহলি
শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্যালারি থেকে ভারতকে সমর্থন অনুষ্কা শর্মার
শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্যালারি থেকে ভারতকে সমর্থন অনুষ্কা শর্মার
১০০ উইকেটের মাইলস্টোন পেরোলেন ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরাহ
১০০ উইকেটের মাইলস্টোন পেরোলেন ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরাহ
প্রথম ওভারেই উইকেট জাদেজার, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সঞ্জয় মঞ্জরেকর
প্রথম ওভারেই উইকেট জাদেজার, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সঞ্জয় মঞ্জরেকর
Advertisement