World Cup 2019: পয়েন্ট টেবলের শীর্ষে অস্ট্রেলিয়া, তিনে ভারত

Updated: 17 June 2019 00:27 IST

পয়েন্ট টেবলে ভারত পাঁচ পয়েন্ট নিয়ে রয়েছে চার নম্বরে

World Cup 2019: Australia Lead The Points Table, India Is On 3rd
গতবারের চাম্পিয়ন অস্ট্রেলিয়া উঠে এসেছে টেবলের টপে © এএফপি

অস্ট্রেলিয়া (Australia) শেষ ম্যাচ জিতে লিগ টেবলের (League Table) শীর্ষে উঠে এসেছে। এতদিন সেই জায়গা দখল করে ছিল নিউজিল্যান্ড (New Zealand)। অস্ট্রেলিয়া তাদের পাঁচ ম্যাচ থেকে আট পয়েন্ট তুলে নিয়েছে। ২০১৯ বিশ্বকাপ অস্ট্রেলিয়া শুরু করেছিল পর পর দুটো জয় দিয়ে। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। এর পর তৃতীয় ম্যাচে ভারতের কাছে প্রথম হারের মুখ দেখে গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু তাতে থেকে সামলে অ্যারন ফিঞ্চরা আবার পর পর পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় তুলে নেয়। আর শ্রীলঙ্কা হারানোর সঙ্গেও টেবলের টপে উঠে আসে অস্ট্রেলিয়া। ২০১৫-র রানার্স আর নিউজিল্যান্ড নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। তাদের রয়েছে সাত পয়েন্ট। একটি ম্যাচ কম খেলে। একটি করে ম্যাচ কম খেলে ভারত রয়েছে তৃতীয় স্থানে ও ইংল্যান্ড চতুর্থ স্থানে। পাকিস্তানকে রবিবার হারিয়ে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত।

সচিন তেন্ডুলকরের দ্রুততম ১১ হাজার রানের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর আয়োজক ইংল্যান্ডকে তিন থেকে চারে নামিয়ে দিল ভারত। ইংল্যান্ডের পয়েন্ট ছয়। ২২ জুন ভারত খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। বিরাট কোহলিরা এখনও হারের মুখ দেখে‌নি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচ হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। তৃতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভেস্তে যায় বৃষ্টির জন্য। 

World Cup 2019, SL vs AUS: শ্রীলঙ্কাকে ৮৭ রানে হারাল অস্ট্রেলিয়া

ভারতের পিছনে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। পাকিস্তান ও আফগানিস্তান টেবলের একদম নিচে রয়েছে। পাকিস্তান একটি ম্যাচ জিতলেও আফগানিস্তান এখনও জয়ের মুখ দেখেনি।

Comments
হাইলাইট
  • পাকিস্তান ম্যাচের আগে পর্যন্ত ভারত পাঁচ পয়েন্ট নিয়ে চারে রয়েছে
  • দশ দলের বিশ্বকাপে পাঁচ ম্যাচ থেকে আট পয়েন্ট তুলে নিয়েছে অস্ট্রেলিয়া
  • ভারতের পিছনে রয়েছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ
সম্পর্কিত খবর
বিরাট কোহলির ক্যাচের প্রশংসা করায় ‘চামচা’ সম্ভাষণ! জবাব দিলেন আকাশ চোপড়া
বিরাট কোহলির ক্যাচের প্রশংসা করায় ‘চামচা’ সম্ভাষণ! জবাব দিলেন আকাশ চোপড়া
‘মার মারকে ভর্তা নিকাল দিয়া’, রোহিতের ব্যাটিংয়ের প্রশংসা এভাবেই করলেন Shoaib Akhtar
‘মার মারকে ভর্তা নিকাল দিয়া’, রোহিতের ব্যাটিংয়ের প্রশংসা এভাবেই করলেন Shoaib Akhtar
ভারতের কাছে সিরিজ হেরে কী বললেন  Aaron Finch
ভারতের কাছে সিরিজ হেরে কী বললেন Aaron Finch
India vs Australia: ভারতের জয়ে শুভেচ্ছা প্রাক্তন ক্রিকেটারদের
India vs Australia: ভারতের জয়ে শুভেচ্ছা প্রাক্তন ক্রিকেটারদের
"আরও উপরে উঠতে চাই, আরও এগোতে চাই": অস্ট্রেলিয়াকে হারিয়ে হুঙ্কার Virat Kohli-র
"আরও উপরে উঠতে চাই, আরও এগোতে চাই": অস্ট্রেলিয়াকে হারিয়ে হুঙ্কার Virat Kohli-র
Advertisement