World Cup 2019: ধোনির ব্যাটে আবার অন্য লোগো কেন?

Updated: 05 July 2019 16:33 IST

ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে এমএস ধোনিকে অন্য লোগো ব্যবহার করে খেলতে দেখা যায়।

World Cup 2019: As Goodwill Gesture MS Dhoni Using Different Bat Logos
এমএস ধোনি পরিচিত তাঁর অবাক করা সিদ্ধান্তের জন্য © এএফপি

এই লোগো বিতর্কে বিশ্বকাপের (World Cup 2019) শুরুতেই পড়েছিলেন এমএস ধোনি (MS Dhoni)। যেখানে প্রথম ম্যাচে তাঁর গ্লাভসকে দেখা গিয়েছিল সেনাবাহিনীর সম্মানে ব্যবহার করা লোগো। তা নিয়ে যখন সমর্থকরা ধন্য ধন্য করছে তখনই বেঁকে বসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। বদলে ফেলতে হয় ধোনির গ্লাভস। তার পর থেকে আর সেই গ্লাভস পরে খেলতে দেখা যায়নি তাঁকে। এ বার তাঁর স্পনসর নয় এমন কারও লোগো (Bat Logo) তিনি ব্যবহার করছেন তাঁর ব্যাটে। ধোনি কী ভাবছেন তা আগাম ধরে ফেলাটা খুবই মুশকিল। সে তার মাঠের মধ্যের সিদ্ধান্তই হোক বা তাঁর অবসরের সিদ্ধান্ত।

২০০৭ টি২০ বিশ্বকাপ নিশ্চই সবার মনে আছে। যেখানে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে শেষ ওভার বল করার জন্য তিনি পাঠিয়ে দিয়েছিলেন জোগিন্দর শর্মাকে। তাতে তিনি সফল। ২০১১ বিশ্বকাপ শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে নিজে সিদ্ধান্ত নিয়ে ব্যাটিং লাইনআপে উপরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাতেও তিনি সফল। এ বার তাঁকে দেখা গেল তাঁর পুরনো স্পনসরের লোগো ব্যাটে ব্যবহার করতে।

এর পরও এমএস ধোনির সমালোচনা করা যায়?

ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তাঁকে এই লোগো লাগিয়ে খেলতে দেখা যায়। তার আগে তাঁর ব্যাটে অন্য লোগো ছিল। 

এর পর খোঁজ নিতে গিয়ে অন্য তথ্য উঠে আসে। এমএস ধোইর কাছে বন্ধুরা আইএএনএসকে জানান, তিনি অন্য সংস্থার লোগে ব্যবহারের জন্য কোনও টাকা নিচ্ছেন না। এটা তাঁর শুভেচ্ছার নিদর্শন। ধোনি একটি ম্যাচে তাঁর ব্যাটে লোগো ব্যবহারের জন্য ১০ থেকে ১৫ লাখ টাকা নেন। 

Comments
হাইলাইট
  • গত দুই ম্যাচে এমএস ধোনির ব্যাটে অন্য লোগো দেখা গিয়েছে
  • এমএস ধোনি সব সময়ই অস্বাভাবিক সব সিদ্ধান্ত নিয়ে চমকে দেন
  • ধোনি এক একটি ম্যাচে ব্যাটে লোগো ব্যবহারের জন্য ১০-১৫ লাখ টাকা নেন
সম্পর্কিত খবর
আইপিএল-এ এমএস ধোনির বকা খেয়ে অনেক কিছু শিখেছি; Deepak Chahar
আইপিএল-এ এমএস ধোনির বকা খেয়ে অনেক কিছু শিখেছি; Deepak Chahar
ক্রিকেট ব্যাটের পরিবর্তে এমএস ধোনির হাতে এখন টেনিস র‍্যাকেট
ক্রিকেট ব্যাটের পরিবর্তে এমএস ধোনির হাতে এখন টেনিস র‍্যাকেট
এমএস ধোনি আর কুলদীপ যাদবের সঙ্গে পুরনো ছবি পোস্ট করলেন Yuzvendra Chahal
এমএস ধোনি আর কুলদীপ যাদবের সঙ্গে পুরনো ছবি পোস্ট করলেন Yuzvendra Chahal
ঋষভের বিশ্রী ভুলে স্টাম্পিং হাতছাড়া, টুইটারে মিমের বন্যা
ঋষভের বিশ্রী ভুলে স্টাম্পিং হাতছাড়া, টুইটারে মিমের বন্যা
চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে ধারাভাষ্যে অভিষেক হচ্ছে না ধোনির: রিপোর্ট
চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে ধারাভাষ্যে অভিষেক হচ্ছে না ধোনির: রিপোর্ট
Advertisement