World Cup 2019: একদিনের ম্যাচের ইতিহাসে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা

Updated: 06 June 2019 17:11 IST

আফগানিস্তান এবং শ্রীলঙ্কা একে অপরের বিরুদ্ধে তিনবারই একদিনের ম্যাচ খেলতে নেমেছে। একটু হলেও সেখানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। 

World Cup 2019: Afghanistan vs Sri Lanka ODI Head To Head All Time Match History
আফগানিস্তানের বোলিংয়ের সামনে সমস্যায় পড়তে হবে শ্রীলঙ্কাকে © এএফপি

আফগানিস্তানকে (Afghanistan Cricket Team) ২০১৯ বিশ্বকাপের (World Cup 2019) সারপ্রাইজ প্যাকেজ হিসেবেই দেখা হচ্ছে। প্রথম ম্যাচেই দেখা হয়ে গিয়েছিল শক্তিশালী অস্ট্রেলিয়ার সঙ্গে। যেখানে হারের মুখ দেখতে হয়েছে। চমক দেখাতে পারেনি আফগানিস্তান। সাত উইকেটে হারতে হয়েছে তাদের। শ্রীলঙ্কার (Sri Lanka Cricket Team) অবস্থা আরও খারাপ। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিল কিন্তু শ্রীলঙ্কা অসহায় আত্মসমর্পণ করেছে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের সামনে। ১০ উইকেটে হারের মুখ দেখতে হয়েছে। দুই দলই হেরে এঅকে অপরের মুখোমুখি হচ্ছে মঙ্গলবার। যেখানে একটু হলেও এগিয়ে থাকবে আফগানিস্তান তাদের বোলিং আক্রমনের জন্য। যদিও ব্যাটিংয়ে এখনও অনেক কিছু প্রমান করতে হবে। শ্রীলঙ্কাকে সব বিভাগেই নিজেদের অনেকটা প্রমান করতে হবে। 

আফগানিস্তান এবং শ্রীলঙ্কা একে অপরের বিরুদ্ধে তিনবারই একদিনের ম্যাচ খেলতে নেমেছে। একটু হলেও সেখানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। 

ম্যাচ:

আফগানিস্তানের জয়:

শ্রীলঙ্কার জয়:

ড্র:

ফল হয়নি:

১৯৯৬-এর বিশ্বকাপ জয়ী দল শ্রীলঙ্কা। সেদিক থেকে দেখতে গেলে আফগানিস্তান সবে পা রেখেছে বিশ্বকাপের আসরে। এটাই তাদের দ্বিতীয় বিশ্বকাপ। কিন্তু ‌নানা সমস্যায় জর্জরিত হয়ে এখন বিশ্ব ক্রিকেটে অনেকটাই পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। এই বিশ্বকাপে শ্রীলঙ্কাকে কেউ আলোচনার মধ্যেই রাখেনি। তাই তাদের উপর চাপও কম। দুই দলই প্রত্যাশার চাপ ছাড়াই বিশ্বকাপের ম্যাচে একে অপরের বিরুদ্ধে নামছে। 

Comments
সম্পর্কিত খবর
World Cup 2019:  আফগানিস্তানকে ৩৪ রানে হারাল শ্রীলঙ্কা
World Cup 2019: আফগানিস্তানকে ৩৪ রানে হারাল শ্রীলঙ্কা
আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচের বিস্তারিত
আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচের বিস্তারিত
বিশ্বকাপের আসরে যতবার মুখোমুখি হয়েছে আফগানিস্তা‌-শ্রীলঙ্কা
বিশ্বকাপের আসরে যতবার মুখোমুখি হয়েছে আফগানিস্তা‌-শ্রীলঙ্কা
World Cup 2019: একদিনের ম্যাচের ইতিহাসে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা
World Cup 2019: একদিনের ম্যাচের ইতিহাসে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা
Advertisement