West Indies vs New Zealand: কখন, কোথায় দেখবেন খেলার লাইভ

Updated: 21 June 2019 23:00 IST

পয়েন্টস টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, সাতে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

West Indies vs New Zealand: How To Watch Live Telecast And Streaming Of The Match
দারুণ ফর্মে রয়েছে নিউজিল্যান্ড দল © এএফপি

আবার অসম লড়াই বিশ্বকাপের মঞ্চে। তবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা (England Vs Sri Lanka) ম্যাচের পর আর সেটা বলাটা কঠিন। যে কোনও দল যে কোনও সময় ঘুরে দাঁড়িয়ে অপ্রত্যাশিত কিছু করে ফেলতেই পারে। যেমনটা ইংল্যান্ডকে হারিয়ে দেখিয়ে দিল শ্রীলঙ্কা। শনিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড (West Indies Vs New Zealand) । ওয়েস্ট ইন্ডিজের (West Indies Cricket Team) অবস্থা যেখানে বিশ্বকাপের (World Cup 2019) মঞ্চে বেশ খারাপ তেমনই দারুণ ছন্দে রয়েছে নিউজিল্যান্ড (New Zealand Cricket Team)। এখনও হারের মুখ দেখেনি তারা। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই হারের মুখ দেখতে হয়েছে ক্যারিবিয়ানদের। একটিতে জয় পেয়েছে আর একটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তাদের একমাত্র জয়টি এসেছে পাকিস্তানের বিরুদ্ধে। শেষ ম্যাচে বাংলাদেশের কাছে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ড সেখানে পাঁচ ম্যাচে চারটি জয় নিয়ে দারুণ জায়গায় রয়েছে। ভারতের বিরুদ্ধে তাদের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেন উইলিয়ামসেন (Kane Williamson) ব্যাট থেকে এসেছে ১০৬ রানের ইনিংস।তিন বল বাকি থাকতে কিউইরা চার উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। ২০১৫-র রানার্স নিউজিল্যান্ড অবশ্য একটা সময় চাপে পড়ে গিয়েছিল যখন ৩৩ ওভারে ১৩৭ রানে পাঁচ উইকেট চলে গিয়েছিল। কিন্তু অধিনায়কের সঙ্গে খেলার হাল ধরেন কলিন ডে গ্র্যান্ডহোম (৬০)। আর হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ হাসি হাসে নিউজিল্যান্ডই।

কবে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি হবে ২২ জুন, ২০১৯ (শনিবার)

কোথায় হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি হবে ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার।

কোন সময়ে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি হবে ভারতীয় সময় সন্ধে ছ'টা থেকে। 

কোন টিভি চ্যানেলে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

কীভাবে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচের লাইভ স্ট্রিমিং?

ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে। এ ছাড়া লাইভ আপডেটের জন্য রয়েছে sports.ndtv.com।

(সব টে‌লিকাস্ট ও স্ট্রিমিংয়ে তথ্য ব্রডকাস্টার্সদের তরফে পাওয়া।)

Comments
হাইলাইট
  • শনিবার মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড
  • পয়েন্টস টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, সাতে ওয়েস্ট ইন্ডিজ
  • ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে খেলবে দুই দল
সম্পর্কিত খবর
স্লো ওভার-রেটের জন্য জরিমানা নিউজিল্যান্ড ক্রিকেট দলের
স্লো ওভার-রেটের জন্য জরিমানা নিউজিল্যান্ড ক্রিকেট দলের
World Cup 2019, WI Vs NZ: হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৫ রানে জয় নিউজিল্যান্ডের
World Cup 2019, WI Vs NZ: হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৫ রানে জয় নিউজিল্যান্ডের
West Indies vs New Zealand: কখন, কোথায় দেখবেন খেলার লাইভ
West Indies vs New Zealand: কখন, কোথায় দেখবেন খেলার লাইভ
Advertisement