West Indies vs India: বৃহস্পতিবার কেমন থাকবে ম্যানচেস্টারের আবহাওয়া

Updated: 26 June 2019 21:55 IST

মঙ্গলবারও ম্যানচেস্টারের আবহাওয়া ভাল ছিল না। বৃষ্টি থাকায় ভারতীয় দলকে দেখা গিয়েছে ইন্ডোরেই অনুশীলন সারতে।

West Indies vs India: How Will Be The Weather Of  Manchester On Thursday
ম্যানচেস্টারের আবহাওয়ার পূর্বাভাসে স্বস্তি দুই শিবিরে © এএফপি

বৃহস্পতিবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারত (West Indies Vs India)। ওয়েস্ট ইন্ডিজকে (West Indies Cricket Team) হারিয়ে দিতে পারলে সেমিফাইনালের দিকে একটা ধাপ এগিয়ে যাবে ভারত (Indian Cricket Team)। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য খেলবে সম্মানের ম্যাচ। এই বিশ্বকাপটা ভাল যায়নি ক্যারিবিয়ানদের। কিছুদিন আগেই এই মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেদিনও ছিল বৃষ্টির ভ্রুকূটি। বৃষ্টি বাঁধারও সৃষ্টি করেছিল। যার ফলে পাকিস্তানকে শেষ মুহূর্তে ৪৯ ওভারে বড় রানের মুখে পড়তে হয়। কিন্তু তার পর থেকে ম্যানচেস্টারে আর বৃষ্টি হয়নি। শেষ দুটো ম্যাচ পুরোই করা গিয়েছে এখানে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে পূর্বাভাস থেকে।

আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে ম্যানচেস্টারের আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এই ম্যাচ পুরোটাই হবে বলে মনে করা হচ্ছে। রৌদ্রকরোজ্জ্বল দিনের কথাই বলছেন স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস।

India vs West Indies: চোট সারিয়ে এই ম্যাচে নজরে থাকবেন ভুবনেশ্বর

ম্যনাচেস্টারের তাপমাত্রা ২১ ডিগ্রি পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। নেমে গেল ১৪ ডিগ্রি হতে পারে। এই আবহাওয়ায় ভাল ক্রিকেট আশা করা যেতে পারে।   

মঙ্গলবারও ম্যানচেস্টারের আবহাওয়া ভাল ছিল না। বৃষ্টি থাকায় ভারতীয় দলকে দেখা গিয়েছে ইন্ডোরেই অনুশীলন সারতে। এই ম্যাচে ভারত ফেভারিট হিসেবেই নামতে চলেছে। আবহাওয়ার পূর্বাভাস ভারতকে অনেকটাই স্বস্তি দিচ্ছে। একটা ্যমাচ ভেস্তে যাওয়া মানে একটা পয়েন্ট নষ্ট। এই পর্যায়ে এসে সেটা যে কোনও দলের জন্য ক্ষতিকর। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত লড়াই করে হারতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। যে লড়াইয়ের প্রশংসা করেছে গোটা ক্রিকেট বিশ্ব। সেই লড়াই ভারতের বিরুদ্ধেও করতে চায় তাঁরা। ভারতকে হারিয়ে সসম্মানে দেশে ফিরতে চাইবেন ক্যারিবিয়ানরা। 

India vs West Indies: এই ম্যাচে নজরে থাকবেন ব্যাটসম্যান এমএস ধোনি

বড় দলকে উড়িয়ে দিয়ে ভারত অবশ্য আফগানিস্তানের বিরুদ্ধে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল। লড়াই করে জিততে হয়েছে। যেটা ভারতের জন্য বড় শিক্ষা বলা যেতে পারে। সে কারনে ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নিচ্ছেন না বিরাট কোহলিরা।

পাঁচ ম্যাচে এখনও অপরাজিত ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যায়।

Comments
হাইলাইট
  • ভারত-পাকিস্তান ম্যাচে অল্প হলেও ভুগিয়েছে বৃষ্টি
  • কিন্তু শেষ দুটো ম্যাচে বৃষ্টি কোনও প্রভাব ফেলেনি
  • ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই
সম্পর্কিত খবর
মহম্মদ শামির নকলে কী প্রতিক্রিয়া দিলেন শেলডন কটরেল
মহম্মদ শামির নকলে কী প্রতিক্রিয়া দিলেন শেলডন কটরেল
চার নম্বরে নেমে রান না পেয়ে ট্রোলড বিজয় শঙ্কর
চার নম্বরে নেমে রান না পেয়ে ট্রোলড বিজয় শঙ্কর
মহম্মদ শামির সাফল্যের পিছনে কে, জানালেন তারকা পেসার নিজেই
মহম্মদ শামির সাফল্যের পিছনে কে, জানালেন তারকা পেসার নিজেই
‘‘একটা দিন খারাপ যেতেই সবাই কথা বলতে শুরু করল’’: ধোনির সমর্থনে কোহলি
‘‘একটা দিন খারাপ যেতেই সবাই কথা বলতে শুরু করল’’: ধোনির সমর্থনে কোহলি
রোহিত শর্মার আউট নিয়ে হতাশ সমর্থকরা
রোহিত শর্মার আউট নিয়ে হতাশ সমর্থকরা
Advertisement