West Indies vs India: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ

Updated: 26 June 2019 22:36 IST

২০১৯ বিশ্বকাপের পয়েন্ট টেবলে একটিও ম্যাচ না হেরে তিন নম্বরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল।

West Indies vs India: How To Watch Live Telecast And Streaming Of The Match
পর পর তিন ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি © এএফপি

ভারতের (Indian Cricket Team) সামনে পাকিস্তানকে হারানোর মাঠে জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (West Indies Cricket Team)। বৃহস্পতিবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) মুখোমুখি হচ্ছে দুই দল।ভারত বিশ্বকাপের (World Cup 2019) পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জয় তুলে নিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির জন্য শুরুই করা যায়নি। সেমিফাইনালে যেতে ভারতের এখন দরকার শুধু দুটো জয়। ভারতের হাতে রয়েছে চারটি ম্যাচ। যদিও তাতে আত্মতুষ্ট হয়ে পড়ছে না ভারতীয় শিবির (Indian cricket Team)। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজ (West Indies Cricket Team) মাত্র একটি ম্যাচই জিতেছে, চারটিতে হেরেছে। একটি ম্যাচ তাদেরও ভেস্তে গিয়েছে বৃষ্টির জন্য। তবে এই ম্যাচে ভারতের সামনে অনেক কিছু পরীক্ষা করে নেওয়ার শেষ সুযোগ থাকছে। সেখানে সবার প্রথম যেটা দেখে নিতে চাইবে টিম ম্যানেজমেন্ট সেটা হল এমএস ধোনির (MS Dhoni) ব্যাটিং পজিশন। ভারতের সব থেকে বড় সমস্যা এখনও সেই মিডল অডার্র। আফগানিস্তানের বিরুদ্ধে মিডল অর্ডারের মন্থর ব্যাটিং ভাবাচ্ছে কোহলিদের। সেখানে সব থেকে বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে ধোনিকে।

কবে হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি হবে ২৭ জুন, ২০১৯ (বৃহস্পতিবার)

কোথায় হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি হবে ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার।

কোন সময়ে হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি হবে ভারতীয় সময় দুপুর তিনটে থেকে। 

কোন টিভি চ্যানেলে দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

কীভাবে দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচের লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে। এ ছাড়া লাইভ আপডেটের জন্য রয়েছে sports.ndtv.com।

(সব টে‌লিকাস্ট ও স্ট্রিমিংয়ে তথ্য ব্রডকাস্টার্সদের তরফে পাওয়া।)

Comments
হাইলাইট
  • পয়েন্টস টেবলে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে ভারত
  • ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যেই নক-আউটে সুযোগ হারিয়েছে
  • এমএস ধোনির ব্যাটিং পজিশন এখন টিম ম্যানেজমেন্টের সব থেকে বড় চিন্তা
সম্পর্কিত খবর
মহম্মদ শামির নকলে কী প্রতিক্রিয়া দিলেন শেলডন কটরেল
মহম্মদ শামির নকলে কী প্রতিক্রিয়া দিলেন শেলডন কটরেল
চার নম্বরে নেমে রান না পেয়ে ট্রোলড বিজয় শঙ্কর
চার নম্বরে নেমে রান না পেয়ে ট্রোলড বিজয় শঙ্কর
মহম্মদ শামির সাফল্যের পিছনে কে, জানালেন তারকা পেসার নিজেই
মহম্মদ শামির সাফল্যের পিছনে কে, জানালেন তারকা পেসার নিজেই
‘‘একটা দিন খারাপ যেতেই সবাই কথা বলতে শুরু করল’’: ধোনির সমর্থনে কোহলি
‘‘একটা দিন খারাপ যেতেই সবাই কথা বলতে শুরু করল’’: ধোনির সমর্থনে কোহলি
রোহিত শর্মার আউট নিয়ে হতাশ সমর্থকরা
রোহিত শর্মার আউট নিয়ে হতাশ সমর্থকরা
Advertisement