
২০১৯ বিশ্বকাপের (World Cup 2019) স্বপ্ন শেষ ভারতের (India)। সেমিফাইনালে নিউজিল্যান্ডের (New Zealand) কাছে ১৮ রানে হেরে গেল কোহলি (Virat Kohli) বাহিনী। বুধবার ম্যাঞ্চেস্টার সাক্ষী থাকল ভারতের বিশ্বকাপ অভিযানের পরিসমাপ্তির। লিগ পর্বে সবার উপরে শেষ করা ভারত এদিন ২৪০ রান তাড়া করতে ব্যর্থ হল। মেঘলা আবহাওয়ায় কিউই বোলাররা ছিটকে দিল ভারতকে। ভারত অধিনায়ক বিরাট কোহলি ম্যাচের শেষে সাক্ষাৎকার দিতে গিয়ে জানালেন, ভারতীয় খেলোয়াড়দের খারাপ শট নির্বাচনে তিনি হতাশ। তাঁর মতে ‘‘৪৫ মিনিটের খারাপ ক্রিকেট আপনাকে ছিটকে'' দিলে সেটা মেনে নেওয়া কঠিন। কোহলি বলেন, ‘‘এটা সব সময়ই খারাপ ব্যাপার যখন আপনি গোটা প্রতিযোগিতায় ভাল খেললেন, অথচ ৪৫ মিনিটের খারাপ ক্রিকেট আপনাকে ছিটকে দিল। নিউজিল্যান্ড এর যোগ্য, ওরা আমাদের আরও চাপের মধ্যে ফেলে দিল।''
‘‘সেই সঙ্গে আমার মনে হয়, আমাদের শট নির্বাচন আরও ভাল হতে পারত। নাহলে আমরা অত্যন্ত ভাল ক্রিকেট খেলেছি।'' একথা জানিয়ে কোহলি বলেন, ‘‘পুরো প্রতিযোগিতা জুড়ে আমরা যেমন লড়াই করেছি, তার জন্য সত্যিই গর্বিত। আমি বলেই ছিলাম, নকআউটে যে কেউ জিততে পারে। নিউজিল্যান্ড বেশি আত্মস্থ ছিল। সমস্ত ফ্যানদের ধন্যবাদ, ধন্যবাদ বিপুল সংখ্যায় আসার জন্য।''
World Cup 2019 Semi Final, IND Vs NZ: ব্যর্থ ধোনি-জাডেজার লড়াই, সেমিফাইনালেই বিদায় ভারতের
শুরুতেই টপ অর্ডার ধ্বসে যাওয়ার পরে লড়াই চালিয়ে যান রবীন্দ্র জাদেজা। জাদেজার প্রশংসা করে ভারত অধিনায়ক কিউই বোলারদের দুরন্ত বোলিংয়ের প্রশংসাও করেন।
তিনি বলেন, ‘‘নিউজিল্যান্ডের বোলারদের কৃতিত্ব দিতে হবে। ওরা সত্যিই নতুন বলে ভাল করেছে এবং সঠিক জায়গায় বল ফেলেছে। আমি মনে করি, ওরা নিজেদের প্রতিভার প্রদর্শন করেছে দারুণ ভাবে। জাদেজাও দু'টো ম্যাচ খুব ভাল খেলল। ওর আজকের পারফরম্যান্স খুবই সদর্থক ছিল।''
শচীনের জোড়া রেকর্ড ভেঙে নয়া ইতিহাস গড়ার মুখে থমকে গেল রোহিতের ব্যাট
মঙ্গলবার খেলা হলেও সেদিন বৃষ্টিতে পুরো খেলা সম্ভব হয়নি। তবে বুধবার আর বৃষ্টির জন্য কোনও সমস্যা হয়নি। পুরো খেলা হয়। ভারত ১৮ রানে ম্যাচ হেরে যায়।
বিশ্বকাপের পরে ভারতের খেলা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ক্যারিবিয়ানদের সঙ্গে টি২০, একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও টেস্ট সিরিজ খেলবেন কোহলিরা।