
বুধবার নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে ছিটকে যেতে হয়েছে ভারতকে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ দু'দিনে শেষ হয়েছে ভারতের হারের সঙ্গে। ম্যানচেস্টারের আবহাওয়া পুরো বিশ্বকাপে বার বার সমস্যায় ফেলেছে বিভিন্ন দলকে। তার মধ্যেই সেই ম্যানচেস্টারেই রয়ে গিয়েছে গোটা দল। ১৪ জুলাইয়ের আগে কারও দেশে ফেরা হচ্ছে না। ভারতীয় ক্রিকেট দলের প্লেয়ার, তাঁদের পরিবার ও সাপোর্টস্টাফদের কয়েকভাবে দেশে ফেরৎ আনার ব্যবস্থা করা হচ্ছে। রবিবার নিউজিল্যান্ডে ও ইংল্যান্ডে খেলবে ২০১৯ বিশ্বকাপের ফাইনাল। গোটা বিশ্বকাপে এই দুটো দলের কাছেই হারের মুখ দেখেছে ভারতীয় ক্রিকেট দল। বুধবার ভারতের হারের পর থেকে টিকিটের ব্যবস্থা করতে শুরু করেছে। সংবাদ সংস্থা আইএএনএস সূত্রের মাঝ্যমে জানিয়েছে, দলের বেশিরভাগই ১৪ জুলাই পর্যন্ত ম্যানচেস্টারে থাকবেন। সেখান থেকেই দেশে ফেরার বিমান ধরবেন। ভারত ছিটকে যাওয়ার পরই সবার টিকিট বুক করা হয়েছে।
দল নেই। তবু ১৪ জুলাই বিশ্বকাপ (World Cup 2019) ক্রিকেটের ফাইনাল (Final) ম্যাচ দেখতে লর্ডসে (Lord's) ভিড় জমাবেন ভারতীয় সমর্থকরা। আসলে ফাইনালের সব টিকিট আগে থাকতেই বিক্রি হয়ে গিয়েছে। যার অধিকাংশেরই ক্রেতা ভারতীয়রা। প্রবাসী ভারতীয় বা ওখানে পর্যটক হিসেবে বা কর্মসূত্রে থাকা ভারতীয়রা সেমিফাইনালে ভারত জিতবে ধরে নিয়ে আগে থেকেই টিকিট কিনে রেখেছিলেন। জানা যাচ্ছে, ‘ক্রিকেটের মক্কা'য় ফাইনালের মহা সংগ্রাম দেখতে হাজির থাকবেন তাঁরা। তবে এমনটাও মনে করা হচ্ছিল, হয়তো অনেকেই ভারত হেরে যাওয়ার পরে তাঁদের টিকিট বেচে দেবেন। কিন্তু আইসিসির টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা যাচ্ছে তার পরিমাণ খুবই কম।
আইসিসির নিয়ম হল, টিকিট কিনতে গেলে ওয়েবসাইটে ঢুকে রেজিস্টার্ড হতে হয় ক্রেতাকে। কেউ যদি তাঁর টিকিট বিক্রি করতে চান তাহলে ইমেলের সূত্রে তা জানতে পারা যায়।
ভারতের হারের ধাক্কায় হৃদরোগে মৃত হুগলির ব্যবসায়ী, বিষ খেলেন ওড়িশার যুবক
ব্রোঞ্জ (৯৫ গ্রেট ব্রিটেন পাউন্ড), সিলভার (১৯৫ গ্রেট ব্রিটেন পাউন্ড) ও গোল্ড (২৯৫ গ্রেট ব্রিটেন পাউন্ড) এই তিনটি ক্যাটিগরিতে টিকিট বিক্রি হয়। এমনকী, অপ্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্যও ২০, ৩০ ও ৪০ গ্রেট ব্রিটেন পাউন্ড। সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছে।
আইসিসির মুখপাত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘টিকিটের চাহিদা যথেষ্ট থাকলেও খুব বেশি ক্রেতা নিজেদের টিকিট বেচতে রাজি নন। আগ্রহ তৈরি হচ্ছে। আমাদের মঞ্চ থেকে চাইলে তাঁরা বিক্রি করতে পারেন।''
ধোনির রান আউট নিয়ে আইসিসির পোস্ট করা ভিডিও দেখে রেগে আগুন সমর্থকরা
সেমিফাইনালে ইংল্যান্ড জিতে যাওয়ার ফলে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরাও গ্যালারি ভরাতে আসবেন সেরকম মনে করা হচ্ছে।
এক আইসিসি সূত্র জানাচ্ছে, সেমিফাইনাল ও ফাইনাল দেখতে যে সব ভারতীয়রা এখানে এসেছেন, তাঁরা সেই হিসেবেই হোটেল বুক করেছেন বা বিমানের টিকিট বুক করেছেন। লর্ডসের ফাইনাল দেখার সুযোগ তাঁরা হাতছাড়া করতে রাজি নন। ফলে টিকিট বিক্রিতে আগ্রহ নেই তাঁদের।
(তথ্য রিকা রয় এবং সংবাদ সংস্থা)