
রবিবার এজবাস্টনে ভারত-ইংল্যান্ড ম্যাচ চলাকালীন প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর গুগল সিইও সুন্দর পিচাই-এর সঙ্গে সাক্ষাৎ করেন। বিশ্বকাপের গ্রুপ পর্বের ওই ম্যাচে সুন্দরের সঙ্গে তাঁর সাক্ষাতের একটি ছবি বুধবার শচীন তেন্ডুলকর শেয়ার করেন টুইটারে। মজা করে তিনি ছবিটির ক্যাপশন দেন, ‘‘কেয়া ইয়ে সুন্দর পিচ-হ্যায়?'' এই টুইটের সরস উত্তর দেন সুন্দর পিচাই। তিনি মহেন্দ্র সিংহ ধোনির উল্লেখ করে বলেন, ‘‘মাহি ভাই হলে বলতেন, ‘বহুত বড়িয়া' (খুবই সুন্দর)। তোমার সঙ্গে বসে খেলা দেখা আনন্দের। সেই সুন্দর মুহূর্ত ফিরিয়ে আনলে। আবার পরের বার।'' প্রসঙ্গত, এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারত একমাত্র রবিবারের ম্যাচটিতেই হারের সম্মুখীন হয়েছে।
খেলার সময় ধোনির মুখনিঃসৃত ‘বহুত বড়িয়া' স্টাম্পে লাগানো মাইক্রোফোনের দৌলতে সকলের কাছে পৌঁছেছে। উৎসাহ দেওয়ার জন্য দেওয়া হোক বা ক্ষোভ প্রকাশের জন্যই হোক, ধোনি অনেক সময়ি বোলারদের উদ্দেশে এই কথা বলেন, সুন্দর শচীনের টুইটের উত্তরে তারই উল্লেখ করলেন।
বিশ্বকাপ উপলক্ষে শচীন লন্ডনে গিয়েছেন। সেখানে তিনি বিশ্বকাপের সরকারি সম্প্রসারণকারী চ্যানেলের হয়ে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। পাশাপাশি অন্য কাজও রয়েছে তাঁর।
রবিবার হেরে গেলেও মঙ্গলবার একই মাঠে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে ভারত। শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে এখনও নিশ্চিত নয়। সবই নির্ভর করছে ভারত ও অস্ট্রেলিয়ার শেষ ম্যাচের (বনাম দক্ষিণ আফ্রিকা) ফলাফল কী হয় তার উপর।