
এবারের বিশ্বকাপের (World Cup 2019) প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড (New Zealand) ও ভারত (India) মুখোমুখি হতে চলেছে মঙ্গলবার। ভারতের টপ অর্ডার কতটা সাফল্য পায় তা দেখতে আগ্রহী ক্রিকেট দুনিয়া। বিশেষ করে রোহিত শর্মাকে (Rohit Sharma)। যিনি পাঁচটি শতরান সহ ৬৪৭ রান করে ব্যাটিং তালিকার শীর্ষে রয়েছেন। গড় ৯২.৪২। স্ট্রাইক রেট ৯৮.৭৭। সর্বোচ্চ ১৪০। সব মিলিয়ে রোহিতের আগুনে ফর্মের দৌলতে ভারত যে কাপ জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছে তা বলাই বাহুল্য। কেবল অধিনায়ক বিরাট কোহলি ও কিছুটা কেএল রাহুল ছাড়া বাকিরা কেউই তেমন জ্বলে উঠতে পারেননি। ফলে সেমিফাইনালেও রোহিতকে ভারতীয় ব্যাটিংয়ের প্রধান ভরসা ধরা হচ্ছে।
নিউজিল্যান্ডের পেস বোলিং ব্যাটারির নেতৃত্বে বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। ভারতীয় ব্যাটিংকে তিনি যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন তা বলাই বাহুল্য। রোহিত শর্মা ইনিংসের গোড়াতে একটু অস্বস্তিতে থেকেছেন কয়েকটি ম্যাচে। তবে ভাগ্যেক সহায়তায় আউট না হয়ে বড় রান পেয়েছেন।
২০০৮-এর পর বিশ্বকাপের মঞ্চে আবার বিরাট কোহলি বনাম কেন উইলিয়ামসন
বাঁহাতি বোল্টের স্বাভাবিক বোলিং অ্যাঙ্গল ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে বিপজ্জনক। বাইরে বেরনো বলে তিনি বিপদে ফেলে দিতে পারেন যে কোনও মুহূর্তে। আর যদি তাঁর বল সুইং করে, তাহলে তা আরও বড় বিপদ তৈরি করতে পারে। কাজেই রোহিতকে পূর্ণ মনযোগ দিয়ে সামলাতে হবে ট্রেন্টকে।
Preview: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফেভারিট হয়েই মাঠে নামতে চলেছে ভারত
এবারের বিশ্বকাপে তেমন ভাল করতে পারেননি বোল্ট। আট উইকেট পেয়েছেন আটটি ম্যাচ খেলে। কিন্তু প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠার অভ্যেস রয়েছে তাঁর। কাল তাই রোহিত ও অন্যদের তিনি ভালই বেগ দিতে পারেন।