
মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে নিউজিল্যান্ডের (New Zealand) সঙ্গে ভারতের (India) বিশ্বকাপ (World Cup 2019) সেমিফাইনাল ম্যাচ বৃষ্টিতে স্থগিত হয়ে যায়। কিউইরা পাঁচ উইকেটে ২১১ রানে পৌঁছতেই বৃষ্টি শুরু হয়ে যায়। বুধবার রিজার্ভ ডে-তে সেখান থেকেই শুরু হয় খেলা। রস টেলর ও টম লাথাম বাউন্ডারি মারতে পারছিলেন না। এরপরই ৪৯তম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে তুলে মারতে গিয়ে রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) হাতে ক্যাচ দেন লাথাম। ডিপে চমৎকার ক্যাচ নেন জাডেজা (Ravindra Jadeja)। তার আগে ৪৮তম ওভারে রস টেলর দু'রান নিতে গেলে ডিপ থেকে চকিতে থ্রো করে উইকেট ভেঙে দেন সেই জাডেজাই। ৭৪ রান করে ফিরে যান রস। ওই দুই উইকেট পড়ে যেতেই নিউজিল্যান্ড শেষে এসে বড় তুলে নেওয়ার পরিকল্পনায় ব্যর্থ হয়।
Preview: ইংল্যান্ড নাকি অস্ট্রেলিয়া, সেমিতে শেষ হাসি হাসবে কে
দেখুন সেই ক্যাচের ভিডিও:
@sanjaymanjrekar see this
— Vasanth (@Vasanth_G29) July 10, 2019
*) 2011 world cup has @ImRaina
And
*)2019 world cup has @imjadeja
This pose make me think of#IAmJadeja resembles #IAmIron man scene #INDvsNZ pic.twitter.com/qAjbeUIZFr
বিশ্বকাপের প্রথম আটটি ম্যাচে খেলার সুযোগ পাননি জাডেজা। কিন্তু পরিবর্ত হিসেবে মাঠে নেমে নিজেকে চিনিয়েছিলেন তিনি। ২০১৯ বিশ্বকাপে ৪১ রান বাঁচিয়েছেন জাডেজা। প্রতিযোগিতায় আর কোনও ফিল্ডার এত রান বাঁচাতে পারেননি। কাছাকাছি রয়েছেন মার্টিন গাপ্তিল। তিনি বাঁচিয়েছেন ৩৪ রান।
রেগে মাইকেল ভনকে ব্লক করে দিলেন সঞ্জয় মঞ্জরেকর
সেমিফাইনালে ভারতের সেরা বোলার ছিলেন ভুবনেশ্বর কুমার। তিনি ১০ ওভারে ৪৩ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন।
যশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাডেজা, হার্দিক পাণ্ড্যে ও যুজবেন্দ্র চাহাল প্রত্যেকেই একটি করে উইকেট পান। ৫০ ওভারে ২৩৯ রানে থামতে হয় কিউইদের।