
প্রথম ম্যাচে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল পাকিস্তানের (Pakistan Cricket Team) ব্যাটিং। তার পর ঘুরে দাঁড়ালেও এক ম্যাচ জয়ের পর আবার হারের মুখ দেখতে হয়েছে পাকিস্তানকে। বুধবার অস্ট্রেলিয়ার (Australian Cricket Team) কাছে ৪১ রানে হেরে যেতে হয়েছে। টনটনে ৩০৮ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। মহম্মদ আমিরের ১০ ওভারে ৩০ রানে পাঁচ উইকেটও অস্ট্রেলিয়াকে আটকাতে পারেনি। পাকিস্তানের ব্যাটিং ছিল ভরসা। যারা সেই লক্ষ্যে নিয়ে যেতে পারেনি দলকে। একটা সময় পাকিস্তান ১৩৬-২ থেকে পররের ১১ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে। আগেও হারের জন্য দেশের সমর্থকদের থেকে প্রাক্তনদের সকলেরই সমালোচনার মুখে পড়তে হয়েছিল পাকিস্তানকে। যার পর পাকিস্তানের এক ফ্যানকে দেখা যায় দলের খারাপ পারফর্মেন্সের জন্য তাঁর অভিব্যক্তি। তার পরই টুইটারে ছড়িয়ে পড়ে গুচ্ছ গুচ্ছ সেই ছবি শুধু মন্তব্যগুলো বদলে যায়।
আইসিসির টুইটার হ্যান্ডলে এই ছবিটি প্রথমে পোস্ট করা হয়েছিল। কতটা হতাশ একজন সমর্থক তাঁর দলের পারফর্মেন্সে।
— ICC (@ICC) June 12, 2019
<) )>
/ \#WeHaveWeWill#CWC19 pic.twitter.com/gkDwE2MMji
দেখেন নিন ক্রিকেট ফ্যানরা কীভাবে সেই হতাশ পাকিস্তান সমর্থকের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যায়।
Situation every Pakistan fans Rightnow: pic.twitter.com/eH15IVQK52
— Natasha Mark (@Dreamerdude12) June 12, 2019
Two disappointed Pakistan cricket fans looking at each other pic.twitter.com/bKXEH2BZFB
— Pakistan Tehreek e Memes (@TehreekMemes) June 12, 2019
Pakistan fan's story sums-up in this single pic. #CWC2019 #Pakistan #AUSvPAK pic.twitter.com/SM2g9WiNzK
— Cricketer's Tweet (@cricketertweet) June 12, 2019
Permanent mood of every Pakistan cricket fan. #CWC19 #WeHaveWeWill pic.twitter.com/Ikb5iUaUmG
— Hassan (@iamhassan9) June 12, 2019
Pakistan batsman giving away their wickets in a poor way
— ChAuDaRy Dani! (@ChaudaryDanii) June 12, 2019
Fans:#AUSvPAK @Kathrin_bridges pic.twitter.com/O5co9uTa26
এই ম্যাচেই ডেভিড ওয়ার্নার তাঁর ১৫তম ওডিআই সেঞ্চুরিটি করেন। যার ফলে অস্ট্রেলিয়া বিরাট রানের টার্গেট দিতে সমর্থ হয়। এই নিয়ে অস্ট্রেলিয়া ২০১৯ বিশ্বকাপে তাদের তৃতীয় জয় তুলে নিয়েছে। পাকিস্তানের লোয়ার অর্ডার কিছুটা লড়াই করলেও বড় রানের লক্ষ্যে ভীত শক্ত না হলে জেতা কঠিন। মিচেল স্টার্ক শেষে দুই উইকেট নিয়ে খেলা শেষ করে দেন।
ওয়ার্নারকে ম্যাচের সেরা বেছে নেওয়া হয়েছে তাঁর ১০৭ রানের দারুণ ইনিংসের জন্য। পাকিস্তানের দ্রুত রান তোলার চেষ্টা করা উচিৎ ছিল সঙ্গে ক্রিজে টিকে থাকাও। রবিবার ভারতের বিরুদ্ধে নামছে পাকিস্তান।