
ইংল্যান্ড (England) অধিনায়ক ইয়ন মর্গ্যানকে (Eoin Morgan) কটাক্ষ করলেন প্রাক্তন ইংল্যান্ড তারকা ক্রিকেটার কেভিন পিটারসন (Kevin Pietersen)। অস্ট্রেলিয়ার সঙ্গে ৬৪ রানে হেরে গিয়ে খানিক বেকায়দায় ইংল্যান্ড। এই অবস্থায় তাদের অধিনায়ককে অস্বস্তিতে ফেললেন পিটারসন। মঙ্গলবার লর্ডসে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে গিয়ে আপাতত সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখতে আগামী রবিবার কোহলিদের হারাতে দৃঢ়প্রতিজ্ঞ ইংল্যান্ড। এই অবস্থায় মর্গ্যানের উদ্দেশে ছুটে এল পিটারসনের ব্যাঙ্গাত্মক মন্তব্য। এবং তার উত্তরে কোনও মতে পাশ কাটালেন ব্রিটিশ অধিনায়ক। স্টার্কের প্রথম বলেই বেকায়দায় পড়ে যাওয়া মর্গ্যানের প্রসঙ্গেই সরব পিটারসন। শর্ট বলটি মর্গ্যানের কোমরের কাছে আছড়ে পড়লে তিনি কোনও মতে সেটিকে স্কোয়ার লেগের দিকে ঠেলে দেন।
দেশের হয়ে খেলতে গিয়ে বাবার শেষকৃত্যে যোগ দেওয়া হল না মেয়ের
সেই মুহূর্তের ভিডিওটি টুইটারে শেয়ার করেন পিটারসন। তিনি লেখেন, ‘‘স্টার্কের প্রথম বলেই যেভাবে ইংল্যান্ড অধিনায়ক স্কোয়ার লেগের দিকে সরে এলেন, তা দেখে আমার মনে হল ইংল্যান্ডকে আগামী সপ্তাহ বা তার পরেও কিঞ্চিৎ সমস্যায় পড়তে হবে।''
মর্গ্যানকে ‘দুর্বল অধিনায়ক' আখ্যা দিয়ে পিটারসন লেখেন, ‘‘আমার মনে হয় আমি এমন একজন অধিনায়ককে দেখিনি যে নিজের দুর্বলতাকে খানিকক্ষণের জন্য এভাবে প্রকট করে তোলে...''
The England captain stepping to square leg when Starc bowled his first delivery to him made me think England could have a little problem over the next week or so.
— Kevin Pietersen (@KP24) June 25, 2019
I hope not, but I've not seen a captain show such a weakness for a while...
স্টার্কের বোলিংয়ের ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, ‘‘গতকাল এটা দেখেই এমন মনে হল। আমি ওঁকে (মর্গ্যান) বেনিফিট অফ ডাউট দিতে চাই। আর বলতে চাই, ও নিজের স্টাম্পকে দৃশ্যমান রেখেছিল কারণ স্টার্ক ওকে আক্রমণ করেছিল। আমি হয়তো ভুল। নাকি আমি ঠিক। কী বলেন?''
মহম্মদ আমির ও ওয়াহাব রিয়াজের মধ্যে সম্পর্ক কেমন, খোলসা করলেন রিয়াজ
একটি বাউন্ডারি মেরে চার রানে আউট হয়ে যান মর্গ্যান। ম্যাচ শেষে এক সাংবাদিক তাঁকে পিটারসনের টুইট সম্পর্কে জানান। সাংবাদিক সম্মেলনে ওই সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, কেভিন পিটারসন টুইটারে লিখেছেন, তাঁর মনে হয়েছে মিচেল স্টার্কের যে বলে তিনি সরে গিয়েছিলেন তা দেখে মনে হয়েছিল মর্গ্যান ভয় পেয়েছেন।
এমন প্রশ্নের উত্তরে ম্লান হাসি হাসেন মর্গ্যান। কোনও মতে বলেন, ‘‘তাই? বাহ!'' তারপর বলেন, ‘‘আমার মোটেও এমনটা মনে হয়নি।''
দ্রুত অন্য প্রশ্নে চলে যান তিনি। আপাতত রবিবার এজবাস্টনে ভারতের বিরুদ্ধে জয় পেতে মরিয়া ইংল্যান্ড।