India vs West Indies: এই ম্যাচে নজরে থাকবেন ব্যাটসম্যান এমএস ধোনি

Updated: 26 June 2019 20:05 IST

বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ম্যাচে নজর রাখতেই হবে ব্যাটসম্যান এমএস ধোনির দিকে।

India vs West Indies: Indian Batsman To Watch Is MS Dhoni In This Match
আফগানিস্তানের বিরুদ্ধে এমএস ধোনিকে সমালোচনার মুখে পড়তে হয়েছে © এএফপি

এটাই তাঁর শেষ বিশ্বকাপ। এর পরই হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিয়ে নেবেন তিনি। এই অবস্থায় নিজের সেরাটা দিয়েই ক্রিকেট বিশ্বকে বিদায় জানাতে চাইবেন তিনি। কিন্তু ২০১৯ বিশ্বকাপের চারটি ম্যাচ খেলে ফেললেও ব্যাট হাতে সেই চমক দেখা যায়নি এমএস ধোনির। বরং তাঁর মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট বিশ্বে। আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ৫২ বলে ২৮ রানের ইনিংসকে কেউ ভালভাবে নেননি। তাঁর সঙ্গে কেদার যাদবের পার্টনারশিপ নিয়ে টুইটারে সমালোচনার ঝড় উঠেছিল। সচিন তেন্ডুলকরও এমএস ধোনির ইনিংস নিয়ে সমালোচনায় মুখর হয়ে উঠেছিল। এই অবস্থায় বুধবার সৌরভ গঙ্গোপাধ্যায় ধোনির উপর আস্থা রেখে জানিয়ে দিয়েছেন, ধোনির ঘুরে দাঁড়ানোর জন্য একচা ম্যাচই যথেষ্ট। আ মনে করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচই সেই ম্যাচ। 

বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এমেস ধোনি ৪৬ বলে ৩৪ রানের ইনিংস খেলেছিলেন। এর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি করেন ১৪ বলে ২৭ রান। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে দুই বলে মাত্র একরান করে আউট হয়ে যান ধোনি। এবং তার পর আফগানিস্তানের বিরুদ্ধে ৫২ বলে ২৮ রানের ইনিংস। যা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়। 

এ বার বৃহস্পতিবার ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ। কিছুটা হলেও দূর্বল দল। নতুন করে সেই এমএস ধোনিকে নিয়েই স্বপ্ন দেখছে ভারতীয় ক্রিকেট ফ্যানরা। মনে করা হচ্ছে এখান থেকেই ঘুরে দাঁড়াবেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

Comments
হাইলাইট
  • আফগানিস্তানের বিরুদ্ধে এমএস দোনি ৫২ বলে ২৮ রান করেন
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪ বলে দ্রুত ২৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি
  • মনে করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই সমালোচকদের থামিয়ে দেবেন ধোনি
সম্পর্কিত খবর
এমএস ধোনির সময়ে প্লেয়ারদের জায়গা নিয়ে অনেক পরিষ্কার ধারণা ছিল: Virender Sehwag
এমএস ধোনির সময়ে প্লেয়ারদের জায়গা নিয়ে অনেক পরিষ্কার ধারণা ছিল: Virender Sehwag
MS Dhoni -র বাইক সম্পর্কে জানতে চান, তাহলে দেখুন সাক্ষীর এই পোস্ট
MS Dhoni -র বাইক সম্পর্কে জানতে চান, তাহলে দেখুন সাক্ষীর এই পোস্ট
MS Dhoni কেন চুক্তির বাইরে?
MS Dhoni কেন চুক্তির বাইরে? 'মন্তব্য করতে পারব না', বললেন সৌরভ
বিসিসিআই-এর বার্ষিক চুক্তি তালিকা থেকে MS Dhoni সহ চার জনের নাম বাদ, বাড়ল নতুনদের গ্রেড
বিসিসিআই-এর বার্ষিক চুক্তি তালিকা থেকে MS Dhoni সহ চার জনের নাম বাদ, বাড়ল নতুনদের গ্রেড
পরিবারের সঙ্গে নতুন বছর কাটানোর মধ্যেই শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা
পরিবারের সঙ্গে নতুন বছর কাটানোর মধ্যেই শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা
Advertisement