India vs Pakistan: বিশ্বকাপের ইতিহাসে যখন মুখোমুখি দুই দল

Updated: 15 June 2019 15:22 IST

আইসিসি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের ইতিহাস ১০০ শতাংশ।

India vs Pakistan: When Both The Team Face Each Other In History Of World Cup
বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান এখনও ভারতকে হারিয়ে মাঠ ছাড়তে পারেনি © এএফপি

বিশ্ব ক্রিকেটে ভারত-পাকিস্তানের (India-Pakistan) ম্যাচ মানে টানটান উত্তেজনা। দুই দেশের রাজনৈতিক ভাবাবেগের প্রভাব ভীষনভাবে পড়ে এই ম্যাচের উপর। তার উপর সমর্থকদের প্রত্যাশার চাপ। আর কোনও ম্যাচ হার-জিতের হিসেব তাঁরা ভুলে যেতে পারে এই একটা ম্যাচ জিতে নিলে। এমনই এই ম্যাচের মহিমা। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। রবিবার ২০১৯ বিশ্বকাপে (World Cup 2019) মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (India-Pakistan)। যা নিয়ে অনেকদিন ধরেই তেতে রয়েছে দুই দেশ। টিকিট শেষ হয়েছে বহুদিন আগেই। তিনগুন, চারগুন দামে বিকোচ্ছে শেষবেলার টিকিট। কিন্তু ইতিহাস বলছে বিশ্বকাপের আসরে এক্ষেত্রে ১০০ শতাংশ রেকর্ড ভারতেরই পক্ষে। এখনও পর্যন্ত একবারও বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ভারতের জন্য এই ম্যাচ ততটাই গুরুত্বপূর্ণ। ইতিহাস ১০০ শতাংশ তাদের সঙ্গে থাকায় সেটা ধরে রাখার চাপটা অনেকটাই বেশি।

বিশ্বকাপে মুখোমুখি:

ভরাত বনাম পাকিস্তান

ম্যাচ: ৬

ভারতের জয়: ৬

পাকিস্তানের জয়: ০

ড্র: ০

ফল হয়নি: ০

রবিবার ম্যানচেস্টারে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ভারত ইতিমধ্যেই দুটো ম্যাচ জিতে নিয়েছে। তৃতীয় ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। পাকিস্তান চার ম্যাচের মধ্যে একটিতেই জয় পেয়েছে। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। সেই অবস্থায় ভারতের আত্মবিশ্বাস ভাল জায়গায় থাকবে। কিন্তু এই দুই দল যখন মাঠে নামে তখন আগাম কিছু বলা যায় না। 

ভারতের সামনে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা ধরে রাখার চ্যালেঞ্জ। সেটা যে বিরাট কোহলিদের একটু হলেও চাপে রাখবে তা স্বাভাবিক। অন্যদিকে পাকিস্তানের সামনে  বিশ্বকাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথম জয় তুলে নেওয়ার লক্ষ্য।  

পাকিস্তান দুটো ম্যাচে হারের মুখ দেখেছে। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। সেখান থেকে পয়েন্ট তুলে নিতে বদ্ধপরিকর পাকিস্তান দল। এই ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেটা যদি সত্যি হয় তা হলে ধাক্কা খাবে দুই দল‌ই।

Comments
হাইলাইট
  • ভারত-পাকিস্তানের ক্রিকেট মাঠের ইতিহাস সব সময়ই হাড্ডাহাড্ডি লড়াইয়ের
  • বিশ্বকাপে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান
  • রবিবার ম্যানচেস্টারে মুখোমুখি হবে দুই দল
সম্পর্কিত খবর
ভারতের কাছে হেরে আত্মহত্যা করার কথা ভেবেছিলাম: মিকি আর্থার
ভারতের কাছে হেরে আত্মহত্যা করার কথা ভেবেছিলাম: মিকি আর্থার
World Cup 2019: ভারতের কাছে হারের পরে সরফরাজকে ফোন পিসিবি চেয়ারম্যানের
World Cup 2019: ভারতের কাছে হারের পরে সরফরাজকে ফোন পিসিবি চেয়ারম্যানের
রোহিতের সঙ্গে তাঁর ছক্কার তুলনা করায় কী উত্তর দিলেন সচিন তেন্ডুলকর
রোহিতের সঙ্গে তাঁর ছক্কার তুলনা করায় কী উত্তর দিলেন সচিন তেন্ডুলকর
দেশে ফিরে সমালোচনার মুখে পড়তে হতে পারে, দলকে সাবধান করলেন সরফরাজ
দেশে ফিরে সমালোচনার মুখে পড়তে হতে পারে, দলকে সাবধান করলেন সরফরাজ
শোয়েব আখতার সরফরাজকে বুদ্ধিহীন অধিনায়ক বলার পর একহাত নিলেন হাসান আলিকেও
শোয়েব আখতার সরফরাজকে বুদ্ধিহীন অধিনায়ক বলার পর একহাত নিলেন হাসান আলিকেও
Advertisement