
সে যে ফর্ম্যাটের ক্রিকেটই হোক না কেন, দল দুটো যদি হয় ভারত (Indian Cricket Team) ও পাকিস্তান (Pakistan Cricket Team) তা হলে সেই ম্যাচ অন্যমাত্রা পায়। এটাই হয়ে এসেছে এত বছরে। ভারত-পাকিস্তান (India Vs Pakistan) লড়াইয়ের একদিনের আন্তর্জাতিক (One Day Internatioanl) ম্যাচে লড়াইয়ের ইতিহাস লেখা শুরু হয় সেই ১৯৭৮ থেকে। দুই দেশের মধ্যে বেশ কিছু ঐতিহাসিক ম্যাচও রয়েছে। এই দুই দেশের ম্যাচের আবহ অন্য সব ম্যাচের থেকে আলাদা থাকে। কখনো কখনও তার প্রভাব খারাপও হয়েছে। জাভেদ মিয়াঁদাদ আর কিরন মোরের কাহিনী তো সকলেরই জানা। বা ভেঙ্কটেশ প্রসাদ ও আমির সোহেল। এ ছাড়া এরকম একে অপরের বিরুদ্ধে ব্যাক্তিগত লড়াইও দেখা গিয়েছে এই ম্যাচে। এই ম্যাচের চাপও অন্য ম্যাচের থেকে অনেক বেশি থাকে। যে শত্রুতা একইভাবে চলে আসছে এতদিন। আবারও বিশ্বকাপের ((World Cup 2019) ময়দানে মুখোমুখি দুই দল। এত বছরে বহুবার মুখোমুখি হয়েছে দুই দেশ। কে এগিয়ে কে পিছিয়ে দেখে নেওয়া যাক সেই হিসেব।
ইতিহাস বলছে একটু হলেও ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এগিয়ে পাকিস্তান।
ভারত বনাম পাকিস্তান:
ম্যাচ: ১৩১
ভারতের জয়: ৫৪
পাকিস্তানের জয়: ৭৩
ড্র: ০
কোনও ফল হয়নি: ৪
এই হিসেব বলছে ভারতের থেকে এগিয়েই রয়েছে পাকিস্তান। বিশেষ করে ১৯৭০ থেকে ৮০-র মধ্যে শারজায় যে সব ম্যাচগুলো খেলা হয়েছে সেখানেই বাজিমাত করেছে পাকিস্তান।
ভারত পরের দিকে এই লড়াই উঠে এসেছে দারুনভাবে কিন্তু পিছিয়ে পড়াটা এখনও ছাপিয়ে যেতে পারেনি।
২০১৯ বিশ্বকাপের ম্যাচে রবিবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে নামছে ভারত ও পাকিস্তান। গোটা বিশ্ব মুখিয়ে এই ম্যাচের জন্য, এই দিনটির জন্য। টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। তবুও মানুষ কেনার জন্য ঝাঁপাচ্ছে।