India vs Pakistan: ছেলে আরিয়ানকে সঙ্গে নিয়ে খেলা দেখবেন শাহরুখ

Updated: 16 June 2019 15:13 IST

ছেলে আরিয়ানকে সঙ্গে নিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখকতে বসবেন শাহরুখ খান।

India vs Pakistan: Shah Rukh Khan Tweet A Picture With His Son And Wrote Ready For The Match
ভারত-পাকিস্তান ম্যাচে গলা ফাটাবেন শাহরুখ খান © টুইটার

চিরকালই খেলা নিয়ে আগ্রহ দেখিয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) কলকাতা নাইট রাইডার্সের (KKR) মালিক তিনি। দলের হয়ে গলা ফাটাতে প্রায় সব ম্যাচেই দেখা যায় তাঁকে। তিনি যে বিশ্বকাপে দেশের হয়ে গলা ফাটাবেন সেটাই স্বাভাবিক। তাও যখন সেটা ভারত-পাকিস্তানের মতো ম্যাচ। যা নিয়ে তোলপাড় দুই দেশ। বিশ্বকাপের এই ম্যাচ দেখবেন শাহরুখ। টুইট করে সে কথা জানিয়েছেন তিনি স্বয়ং। আজ আবার ফাদার্স ডেও। তিনি ছেলে আরিয়ানের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‘ম্যাচের জন্য তৈরি ফাদার্স ডে-র সঙ্গে। গো ইন্ডিয়া গো!!'' যে ছবিতে দেখা যাচ্ছে নীল জার্সি পরে পিছন ফিরে বসে রয়েছে শাহরুখ ও আরিয়ান। পিঠে লেখা মুসাফা ও সিম্বা।

বলিউডের সেরা অভিনেতাদের মধ্যে একজন শাহরুখ খান। পাকিস্তানেও সমান জনপ্রিয় তিনি। পাকিস্তানের নায়িকার সঙ্গেও ছবিতে তাঁকে দেখা গিয়েছে। আইপিএল-এর সঙ্গে সঙ্গে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দলও রয়েছে তাঁর মালিকানায়। 

রবিবারও ভারত-পাকিস্তান (India-Pakistan) ম্যাচের মাথায় কালো মেঘের অবস্থান রয়েছে। যা দেখে মনে করা হচ্ছে ম্যাচের শুরুর সময়ের আশপাশে হালকা বৃষ্টিও হতে পারে। তবে এতদিন যা দেখা গিয়েছে তাতে হালকা বৃষ্টি কোথাও হয়নি। এমন বৃ্ষ্টি হয়েছে যে ম্যাচ ভেস্তে গিয়েছে। স্থানীয় সময় সকাল ১০.৩০ (ভারতীয় সময় দুপুর তিনটে) থেকে বিকেল পাঁচটা (ভারতীয় সময় রাত ৯.৩০) পর্যন্ত পরিস্থিতি ম্যাচের অনুকূলে থাকবে না।

India vs Pakistan: পাকিস্তানকে শুভেচ্ছা জানালেন ইমরান খান

শান্তির আর্জি জানিয়েছেন ওয়াসিম আক্রম। তিনি বলেন, ‘‘ভারত-পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ খেলছে। কোটি কোটি দর্শকদের সামনে তারা খেলছে। ক্রিকেটের বিশ্বে যা সব থেকে বড় বিষয়। তাই আমার দুই দেশের সমর্থকদের কাছেই আবেদন খেলাটাকে উপভোগ করুন এই শান্ত থাকুন।'

 হরভজনের মতে, বাড়তি চাপ নিয়েই খেলতে নামতে হবে ভারতকে। তিনি বলেন, ‘‘একজন প্লেয়ার হিসেবে সকলেই চাইবে পাকিস্তানের বিরুদ্ধে ভাল খেলতে। তাই সেখানে অনেক বেশি চাপ সৃষ্টি হবে। এটা অবশ্য শুধু ভারতীয় প্লেয়ারদের জন্য নয়, পাকিস্তান প্লেয়ারদের জন্যও একই পরিস্থিতি।''

Comments
হাইলাইট
  • বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনও ম্যাচ সঠিক সময়েই শুরু করা গিয়েছে
  • রবিবার বৃষ্টির পূর্বাভাস ছিল
  • রাত সাতটার পর ম্যানচেস্টারের আকাশ পরিষ্কার হওয়ার কথা
সম্পর্কিত খবর
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে মুখ খুললেন Sourav Ganguly
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে মুখ খুললেন Sourav Ganguly
বিরাট কোহলির "বিগ ফ্যান" তাঁকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুরোধ করলেন, টুইটারে প্রতিক্রিয়া
বিরাট কোহলির "বিগ ফ্যান" তাঁকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুরোধ করলেন, টুইটারে প্রতিক্রিয়া
মহম্মদ শামি পরামর্শ চাইলেও পাক পেসাররা চান না, আক্ষেপ শোয়েব আখতারের
মহম্মদ শামি পরামর্শ চাইলেও পাক পেসাররা চান না, আক্ষেপ শোয়েব আখতারের
বীরেন্দ্র সেহবাগের পথে হেঁটেই ইমরানকে একহাত নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
বীরেন্দ্র সেহবাগের পথে হেঁটেই ইমরানকে একহাত নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
দ্বিতীয় টেস্টে ফ্লাড লাইট বন্ধ হয়ে ট্রোল হতে হল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে
দ্বিতীয় টেস্টে ফ্লাড লাইট বন্ধ হয়ে ট্রোল হতে হল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে
Advertisement