
ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাঞ্চেস্টারে ভারত-পাক (India Vs Pakistan) মহারণ দেখতে হাজির হলেন ভারতের টেনিস মহাতারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)। মাঠে হাজির সমর্থকদের ভিড়ে দেখা মিলল তাঁর। ২০১৫ সালের অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন তাঁর টুইটার হ্যান্ডলে মাঠে আসার ছবি দিয়ে লিখলেন, ‘‘কাম অন ইন্ডিয়া''।
India vs Pakistan: দু'বার পিচের উপর উঠে পড়ায় সাবধান করা হল মহম্মদ আমিরকে
Come on India! #CWC19 pic.twitter.com/cFuxrKXZdd
— Leander Paes (@Leander) June 16, 2019
বলিউডের মহাতারকা শাহরুখ খান ভারতকে পাক ম্যাচের ঠিক আগে শুভেচ্ছা জানিয়েছেন কোহলি বাহিনীকে। আজ ‘ফাদার্স ডে'। পাকিস্তান ম্যাচের সঙ্গে ফাদার্স ডে-কে মিশিয়ে কিং খান ছেলে আরিয়ানের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‘ফাদার্স ডে-র অনুপ্রেরণা নিয়ে ম্যাচটার জন্য তৈরি। চলো ইন্ডিয়া চলো।'' বৃষ্টির ভ্রুকুটিকে উড়িয়ে দিয়ে আজ সময়মতোই শুরু হয়ে যায় খেলা। পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ টসে জিতে নিজের বোলারদের সবুজ ঘাসের পিচে প্রথমে বল করার সুযোগ দেন।
India vs Pakistan: পাকিস্তানকে শুভেচ্ছা জানালেন ইমরান খান
সরফরাজ বলেন, ‘‘আমরা প্রথমে বল করব। ভারত বনাম পাকিস্তান বড় ম্যাচ। কিন্তু আমরা কেবল আমাদের সেরাটা দেওয়ার দিকেই ফোকাস রাখতে চাই।'' বিরাট কোহলি বলেন, তিনিও একই সিদ্ধান্ত নিতেন টসে জিতলে। মেঘলা আবহাওয়ায় মহম্মদ আমির ও অন্য পেসারদের নিয়ে আক্রমণে যেতেন। আমির আজ মেডেন ওভার দিয়ে বোলিং শুরু করেন।
ভারত ও পাকিস্তান দুই দলই দুই স্পিনার নিয়ে খেলছে। ভারতের হয়ে যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব খেলছেন। অন্যদিকে পাকিস্তানের স্পিন আক্রমণের দায়িত্বে শাদাব খান ও বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম।