
একটা সময় ভারতীয় ফাস্ট বোলিংকে নেতৃত্ব দিতেন তিনি। বল হাতে নামলেই সাফল্য লেখাই থাকত তাঁর নামে। যশপ্রীত বুমরার সঙ্গে মিলে ভারতীয় ফাস্ট বোলিংকে একটা উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। বিশ্বকাপের (World Cup 2019) প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেমন বুমরা নিজের সেরাটা দিয়ে প্রথমে প্রমান করেছিলেন সেখানে কিছুটা চাপের মধ্যেই ছিলেন ভুবি (Bhuvneshwar Kumar)। কিন্তু তাঁর অবদানও কোনও অংশে কম ছিল না। মহম্মদ শামিকে বাইরে রেখে প্রথম একাদশে তাঁকে দলে রাখা নিয়ে টিম ম্যানেজমেন্টকে অল্পবিস্তর সমালোচনার মুখেও পড়তে হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেক বিশেষজ্ঞই ভুবনেশ্বরের জায়গায় মহম্মদ শামিকে দলে নেওয়ার উপদেশ দিয়েছিলেন। কিন্তু টিম ম্যানেজমেন্ট ও বিরাট কোহলি দলের উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি। তাতে যে দলের কোনও ক্ষতি হয়নি তা প্রমাণ করে দিয়েছেন তিনি। দুই ম্যাচই জিতে নিয়েছে ভারত এবং উইকেটও পেয়েছেন ভুবনেশ্বর (Bhuvneshwar Kumar)।
India vs Pakistan: নজরে থাকবেন ভারতের ব্যাটসম্যান লোকেশ রাহুল
দুই ম্যাচে পাঁচ উইকেট তুলে নিয়েছেন ভুবনেশ্বর কুমার। তৃতীয় ম্যাচ বৃষ্টির জ্যন শুরুই কার যায়নি। এখড়ও পর্যন্ত বিশ্বকাপে দু'টি ম্যাচই খেলার সুযোগ পেয়েছে ভারতয়। সব দলের থেকে বেশ কিছুটা পরেই বিশ্বকাপ শুরু করেছিল ভারত। নতুন বলে সুইং করানোর তাঁর ক্ষমতার কথা সবারই জানা। এ ছাড়া লোয়ার ডাউনেও তিনি উইকেট তুলে নিতে পারেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে সেটাও প্রমান হয়েছে।
বিশ্বকাপের ইতিহাসে যখন মুখোমুখি দুই দল
২০১২-র ডিসেম্বরে চেন্নাইয়ের বিরুদ্ধে এই পাকিস্তানের বিরুদ্ধেই ওডিআই অভিষেক হয়েছিল ভুবনেশ্বর কুমারের। ন'ওভারে তিনি ২/২৭-এ থেমেছিলেন সে বার।
ভুবনেশ্বর এখনও পর্যন্ত খেলেছেন ১০৭টি ওডিআই। নিয়েছেন ১২৩ উইকেট। ভুবনেশ্বরের দখলে রয়েছে এক ইনিংসে পাঁচ উইকেটের কৃতিত্বও। ৪২ রানে পাঁচ উইকেট তুলে নেন তিনি।