India vs New Zealand: বিশ্বকাপের ইতিহাসে মুখোমুখি দুই দল

Updated: 12 June 2019 20:13 IST

বিশ্বকাপে প্রায় সমানে সমানে দুই দলের ফল, এই বিশ্বকাপে কি ভারত ছুঁয়ে ফেলবে নিউজিল্যান্ডকে নাকি কিউইরা বাড়িয়ে নেবে ব্যবধা‌‌।

India vs New Zealand: When This Two Team Face Each Other In World Cup
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে জয়ের ধারা ধরে রাখতে চাইবে ভারত © এএফপি

বৃহস্পতিবার বিশ্বকাপে (World Cup 2019) ট্রেন্ট ব্রিজে একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড (India Vs New Zealand)। দুই দলই এখনও হারের মুখ দেখেনি। আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ও কেন উইলিয়ামসন (Kane Williamson)। যদিও ভারত খেলেছে দু'টি ম্যাচ ও নিউজিল্যান্ড ইতিমধ্যেই তিনটি ম্যাচ খেলে ফেলেছে। তিনটির মধ্যে তিনটি ম্যাচ জিতেই লিগ তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। একদিনের ম্যাচের ইতিহাসে ভারত এগিয়ে থাকলেও বিশ্বকাপে কিঞ্চিৎ পিছিয়ে রয়েছে তারা। দুই দলেই বেশ কিছু ক্রিকেটার রয়েছেন যাঁরা যে কোনও সময় ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোর। এই ম্যাচে সেই ভূমিকায় কাকে কাকে অবতীর্ণ হতে দেখা যাবে সেটা সময়ই বলবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে নামবে ভারত। সেটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ বিরাট কোহলির সামনে। ভাঙতে হবে উইনিংস কম্বিনেশন। যেটা প্রথম ম্যাচের পর অনেকেই মহম্মদ শামিকে প্রথম দলে নেওয়ার কথা বললেও সেটা করেনি টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপে মুখোমুখি:

ভারত বনাম নিউজিল্যান্ড

ম্যাচ:

ভারতের জয়:

নিউজিল্যান্ডের জয়:

ড্র: ০ 

ফল হয়নি:

এই হিসেবে বেশ একটা মজাও রয়েছে। নিউজিল্যান্ড যে চারটে ম্যাচ জিতেছে তার মধ্যে তিনটিই ইংল্যান্ডের মাটিতে। যে কারণে ইতিহাস বলছে ইংল্যান্ডে ভারতের বিরুদ্ধে সফল নিউজিল্যান্ড। আর একটি জিতেছে তাদের ঘরের মাঠে। ভারত দুটো ম্যাচ জিতেছে ঘরের মাঠে এবং একটি দক্ষিণ আফ্রিকায়। দুই দল শেষ মুখোমুখি হয়েছিল ২০০৩ সালে।

এখড় অবশ্য পুরো দলটা বদলে গিয়েছে। এই দলই খেলে এসেছে নিউজিল্যান্ডের মাটিতে এই বছরের শুরুতে। শক্তি-দূর্বলতা সম্পর্কে দু'দলই খুব ভাল মতো জানে। সেটাই কাজে দেবে এই ম্যাচে। 

Comments
হাইলাইট
  • বিশ্বকাপের লড়াইয়ে ভারতের থেকে একটু এগিয়ে নিউজিল্যান্ড
  • এই বিশ্বকাপে দুই দলই এখনও অপরাজিত
  • বিশ্বকাপে গত ১৬ বছরে এই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল
সম্পর্কিত খবর
শিখর ধাওয়ানের চোট কেমন আছে, জানালেন বিরাট কোহলি
শিখর ধাওয়ানের চোট কেমন আছে, জানালেন বিরাট কোহলি
ভারত-পাকিস্তান ম্যাচ অনেক বেশি চাপের খেলা, মনে করেন ইমাম-উল-হক
ভারত-পাকিস্তান ম্যাচ অনেক বেশি চাপের খেলা, মনে করেন ইমাম-উল-হক
World Cup 2019, IND Vs NZ: বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ড ম্যাচ
World Cup 2019, IND Vs NZ: বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ড ম্যাচ
World Cup 2019: নটিংহ্যামের আবহাওয়ার পূর্বাভাস
World Cup 2019: নটিংহ্যামের আবহাওয়ার পূর্বাভাস
India vs New Zealand: কখন কোথায় দেখবেন ম্যাচের লাইভ
India vs New Zealand: কখন কোথায় দেখবেন ম্যাচের লাইভ
Advertisement