
বার্মিংহামের এজবাস্টনে (Edgbaston ) বিশ্বকাপের (World Cup 2019) মহারণ। মুখোমুখি আয়োজক দেশ ইংল্যান্ড (England Cricket Team) এবং এখনও পর্যন্ত প্রতিযোগিতায় অপরাজিত ভারত (Indian Cricket Team)। এখানে জিতলেই অস্ট্রেলিয়ার পরে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পাকা হয়ে যাবে ভারতের। বৃষ্টি এবারের প্রতিযোগিতায় ‘ভিলেন' হয়েছে অনেকবারই। কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন রবিবারে ম্যাচে খারাপ আবহাওয়া কোনও প্রভাব ফেলতে পারবে না। সর্বোচ্চ ২৩ ডিগ্রি ও সর্বনিম্ন ১২ ডিগ্রি তাপমাত্রা থাকবে রবিবারের বার্মিংহামে। Accuweather-এর পূর্বাভাস ‘আংশিক রৌদ্রোজ্জ্বল, ঠান্ডা কিন্তু আরামদায়ক' আবহাওয়া থাকবে। এজবাস্টনে এই নিয়ে তৃতীয় ম্যাচ হতে চলেছে এবারের বিশ্বকাপের। আগের দু'টি ম্যাচে এখানে খেলেছে নিউজিল্যান্ড। তারা দক্ষিণ আফ্রিকাকে হারালেও হারতে হয়েছিল পাকিস্তানের কাছে।
World Cup 2019, NZ vs AUS: অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানে হার নিউজিল্যান্ডের
ভারত লিগের ছ'টি ম্যাচের পাঁচটিতেই জিতেছে। বৃষ্টিতে ভেস্তে গিয়েছে একটি ম্যাচ। ভারতের পয়েন্ট ১১। পয়েন্ট টেবিলে দু'নম্বরে কোহলি বাহিনী। অস্ট্রেলিয়ার পরেই তাদের স্থান। শেষ তিন ম্যাচের একটিতে জিততে পারলেই সেমিফাইনালের আসন পাকা।
England vs India: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ
এদিকে পাঁচ নম্বরে থাকা ইংল্যান্ড পেয়েছে সাত ম্যাচে আট পয়েন্ট। ভারতের সঙ্গে ম্যাচের পরে তাদের আর একটাই খেলা বাকি থাকবে। সেটা কিউইদের সঙ্গে।
পাকিস্তান এই মুহূর্তে চার নম্বরে রয়েছে। শনিবার তিন উইকেটে আফগানিস্তানকে হারিয়ে তারা টপকে গিয়েছে ইংল্যান্ডকে।
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে পরপর হেরে গিয়ে ইংল্যান্ড চাপে পড়ে গিয়েছে। ভারতের বিরুদ্ধে তাই জিততেই হবে তাদের।