India vs Australia: বিশ্বকাপে যখন মুখোমুখি দুই দেশ

Updated: 08 June 2019 20:50 IST

বিশ্বকাপ ২০১৯-এ ভারতকে অন্যতম ফেভারিটের তালিকায় রাখা হয়েছে। অস্ট্রেলিয়াও রয়েছে সেই তালিকায়।

India vs Australia: When The Teams Meet In World Cup
গত কয়েক বছরে ভারতের ওডিআই দল হিসেবে একাধিক সাফল্য এসেছে © এএফপি

গত কয়েক বছরে ভারত বিশ্ব ক্রিকেটে নিজেদের বিধ্বংসী করে তুলেছে। আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের (ICC ODI Ranking) ইংল্যান্ডের পরই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত (Indian Cricket Team)। তারা পর পর বিশ্বের সেরা দেশগুলোকে হারিয়ে নিজেদের জায়গা প্রতিষ্ঠা করেছে। যদিও বিশ্বকাপের ইতিহাসে এখনও ভারত-অস্ট্রেলিয়ার (India Vs Australia) থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। সেই ভারত-অস্ট্রেলিয়া আবার মুখোমুখি এই বিশ্বকাপের মঞ্চে। ভারতের দ্বিতীয় ম্যাচ হলেও অস্ট্রেলিয়া তৃতীয় ম্যাচ খেলতে নামছে। দুই দলই এখনও পর্যন্ত হারের মুখ দেখেনি। সেই ধারা ধরে রাখতে চাইবে ভারত-অস্ট্রেলিয়া (India Vs Australia)। শেষ ওডিআই (ODI) সিরিজে অবশ্য অস্ট্রেলিয়ার কাছে হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। বিশ্বকাপের আসরে ভারত, অস্ট্রেলিয়ার সব থেকে মনে থাকার মতো ম্যাচ ছিল ২০০৩-এর ফাইনাল (World Cup 2003 Final)। সেখানে হারতে হয়েছিল ভারতকে। ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত হাকিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। 

বিশ্বকাপে মুখোমুখি:

ভারত বনাম অস্ট্রেলিয়া

ম্যাচ: ১১

ভারতের জয়:

অস্ট্রেলিয়ার জয়:

ড্র:

ফল হয়নি:

বিশ্বকাপ ২০১৯-এ ভারতকে অন্যতম ফেভারিটের তালিকায় রাখা হয়েছে। অস্ট্রেলিয়াও রয়েছে সেই তালিকায়। তাই লড়াই হবে হাড্ডাহাড্ডি, লড়াই হবে সমানে সমানে।

অস্ট্রেলিয়া যদিও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সহজ জয় পায়নি। রীতিমতো লড়াই করতে হয়েছে। 

ভারত শেষ সিরিজে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হারের স্মৃতি পিছনে ফেলে বিশ্বকাপের মঞ্চে সেই বদলা নিতে তৈরি। সঙ্গে রয়েছে তৃতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি।

Comments
হাইলাইট
  • বিশ্বকাপের ইতিহাসে ভারত এখড়ও অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে রয়েছে
  • ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সব থেকে বড় জয় ২০০৩ বিশ্বকাপ ফাইনালে
  • ২০১৯ বিশ্বকাপে ভারতের অন্যতম ফেভারিট হিসেবেই ধরা হচ্ছে
সম্পর্কিত খবর
India vs West Indies 3rd T20I Live: শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ
India vs West Indies 3rd T20I Live: শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ওডিআই দলে ধাওয়ানের বদলে Mayank Agarwal
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ওডিআই দলে ধাওয়ানের বদলে Mayank Agarwal
India vs West Indies 3rd T20I: সিরিজের ফাইনাল খেলতে মুখিয়ে দুই দল
India vs West Indies 3rd T20I: সিরিজের ফাইনাল খেলতে মুখিয়ে দুই দল
India vs West Indies, 3rd T20I: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ
India vs West Indies, 3rd T20I: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ
এই বছর সব থেকে বেশি রি-টুইট হয়েছে এমএস ধোনিকে করা বিরাট কোহলির মেসেজ
এই বছর সব থেকে বেশি রি-টুইট হয়েছে এমএস ধোনিকে করা বিরাট কোহলির মেসেজ
Advertisement