India vs Australia: এই ম্যাচে নজরে থাকবেন এমএস ধোনি

Updated: 09 June 2019 02:44 IST

২০০৪-এর ২৩ ডিসেম্বর সব থেকে নাটকীয় আন্তর্জাতিক একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল এমএস ধোনির।

India vs Australia: Indian Batsman To Watch Is MS Dhoni
এমএস ধোনি তাঁর শেষ বিশ্বকাপ খেলছে © এএফপি

এমএস ধোনি MS Dhoni) লাইম লাইট থেকে কোনওভাবেই বেশি দিন দূরে থাকেন না। তাঁর খেলা এবং উইকেটের পিছনে তাঁর কৃতিত্ব তাঁকে আবার ফিরিয়ে আনে সর্বসমক্ষে। সঙ্গে কখনও কখনও যুক্ত হয় বিতর্কও। বিশ্বকাপ ২০১৯-এর (World Cup 2019) শুরুতেই যেমন ধোনির (MS Dhoni) উইকেট কিপিং গ্লাভস রীতিমতো বিতর্কের কেন্দ্রে। আইসিসি (ICC) সেই গ্লাভসকে পরে খেলার অনুমতি দেয়নি। বিসিসিআই (BCCI)  থেকে সমর্থকদের ধোনির পাশে দাঁড়ানোও কাজে লাগেনি। গলাতে পারেনি আইসিসির মন। এই অবস্থায় আবার লাইম লাইটে এমএস ধোনি। এর বাইরেও ধোনি আছেন। তিনি আছেন উইকেটের পিছনে স্বমহিমায়। প্রথম ম্যাচে তাঁর একটা স্টাম্প আউট সাড়া ফেলে দিয়েছিল। আর ব্যাটে শেষ পর্যন্ত রোহিতের সঙ্গে ভরসা দিয়েছিলেন তিনি। 

২০০৪-এর ২৩ ডিসেম্বর সব থেকে নাটকীয় আন্তর্জাতিক একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল এমএস ধোনির। এক বল খেলেই কোনও রান না করে আউট হয়ে গিয়েছিলেন তিনি। সেটা বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে।  

বিশ্বকাপে ধোনিকে সেনাবাহিনীর চিহ্ন দেওয়া গ্লাভস পরার অনুমতি দিল না আইসিসি

তবে, তার পর থেকে এমএস ধোনি একজন ক্রিকেটার হিসেবে ও একজন অধিনায়ক হিসেবে যা যা করেছেন তাতে প্রথম অভিজ্ঞতার সেই স্মৃতি চাপা পড়ে গিয়েছে সাফল্যের নিচে।

তিনি এখনও পর্যন্ত ৩৪২টি একদিনের ম্যাচ খেলেছেন এবং ব্যাটসম্যান হিসেবে ২৯০টি ইনিংসে ধোনি ১০৫৩৪ রান করেছেন। যার গড় ৫০-এর উপর। স্ট্রাইকরেট ৮৭.৫০। ধোনির ঝুলিতে রয়েছে ১০টি ওডিআই সেঞ্চুরি। তার মধ্যে সেরা অপরাজিত ১৮৩ রানের ইনিংস। 

স্টাম্পের পিছনে তাঁর অবদান হয়তো এর থেকেও বেশি। ধোনি এখনও পর্যন্ত ৩১৪টি ক্যাচ নিয়েছেন এবং ১২১টি স্টাম্প আউট করেছেন।

কম্পিউটারের থেকেও দ্রুত এমএস ধোনি: শোয়েব আখতার

এটা ধরেই নেওয়া হচ্ছে এটাই এমএস ধোনির শেষ বিশ্বকাপ। তিনিই ভারতের দ্বিতীয় অধিনায়ক যাঁর হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি। তাংর আগে একমাত্র এই ট্রফি দেশের হয়ে জিতেছিলেন কপিল দেব। ১৯৮৩তে কপিল দেবের বিশ্বকাপের পর ২০১১তে ধোনির হাত ধরে আসে বিশ্বকাপ। 

এই ভারতীয় দলে অভিজ্ঞতার নিরিখে এমএস ধোনির গুরুত্ব অনস্বীকার্য। যা বিরাট কোহলিকে প্রতিপদক্ষেপে সাহায্য করবে বলেই আশা বিশেষজ্ঞ মহলের।

Comments
হাইলাইট
  • লাইম লাইট থেকে বেশিক্ষণ দূরে থাকেন না এমএস ধোনি
  • যে কোনও ইভেন্টে সব নজর নিজের দিকে ঘুরিয়ে নিতে পারেন ধোনি
  • বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়েছেন ধোনি
সম্পর্কিত খবর
এই বছর সব থেকে বেশি রি-টুইট হয়েছে এমএস ধোনিকে করা বিরাট কোহলির মেসেজ
এই বছর সব থেকে বেশি রি-টুইট হয়েছে এমএস ধোনিকে করা বিরাট কোহলির মেসেজ
আর্মি অফিসারদের উপর সিরিজ প্রডিউস করছেন MS Dhoni: রিপোর্ট
আর্মি অফিসারদের উপর সিরিজ প্রডিউস করছেন MS Dhoni: রিপোর্ট
এমএস ধোনি ও সাক্ষীর সঙ্গে ছবি পোস্ট করলেন গায়ক Jassie Gill
এমএস ধোনি ও সাক্ষীর সঙ্গে ছবি পোস্ট করলেন গায়ক Jassie Gill
এমএস ধোনির ক্রিকেট ভবিষ্যৎ সবার সামনে আলোচনার বিষয় নয়, বললেন Sourav Ganguly
এমএস ধোনির ক্রিকেট ভবিষ্যৎ সবার সামনে আলোচনার বিষয় নয়, বললেন Sourav Ganguly
জানুয়ারি পর্যন্ত কিছু জিজ্ঞেস করবেন না, নিজের ভবিষ্যৎ নিয়ে বললেন MS Dhoni
জানুয়ারি পর্যন্ত কিছু জিজ্ঞেস করবেন না, নিজের ভবিষ্যৎ নিয়ে বললেন MS Dhoni
Advertisement