
এই বিশ্বকাপে (World Cup 2019) ‘ফিনিশার' হিসেবে ধোনির (MS Dhoni) যোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। রবিবার বার্মিংহামে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ধোনি ধীরে ইনিংস শুরু করে কিছুতেই দ্রুত ব্যাট করতে পারেননি। শেষ পর্যন্ত ক্রিজে থেকেও প্রয়োজনীয় বাউন্ডারি মারতে পারেননি তিনি। ইংল্যান্ড ম্যাচ জিতেছে ৩১ রানে। ম্যাচের পরে অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, ‘‘আমার মনে হয় এমএস (ধোনি) খুবই চেষ্টা করছিল বাউন্ডারি মারতে কিন্তু ওটা আসছিল না।'' তিনি আরও বলেন, ‘‘ওরা ভাল জায়গায় বল করছিল এবং বল থমকে আসছিল। তাই শেষের দিকে ব্যাট করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আমাদের বসে এ ব্যাপারে আলোচনা করে এই বিষয়ে উন্নতি করতে হবে পরের ম্যাচে।''
ধোনি ও যাদবের ‘উদ্দেশ্যহীন' ব্যাটিং নিয়ে সমালোচনায় মুখর বিশেষজ্ঞরা
ধোনি ও কেদার যাদবের ৩৯ রানের জুটি নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে। ‘উদ্দেশ্যবিহীন' ব্যাটিংয়ের অভিযোগ তুলেছে সংবাদমাধ্যম ও ক্রিকেট ভক্তরা।
এর আগে আফগানিস্তানের সঙ্গে ম্যাচেও ধোনি ও যাদবের ধীর গতির ব্যাটিংকে কাঠগড়ায় তুলেছিলেন লিটল মাস্টার শচীন তেন্ডুলকর।
চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিজয় শঙ্কর
ওই ম্যাচে ৫২ বলে ২৮ রান করেন ধোনি। তাঁর জন্যই রান তোলার গতি কমে যায় ভারতের। সদর্থক উদ্দেশ্যে ধোনি ও কেদার ব্যাট করেননি বলে অভিযোগ করেন শচীন।
মঙ্গলবার বাংলাদেশ ম্যাচ। আপাতত মিডল অর্ডারে কোহলি কোনও পরিবর্তন করেন কিনা, সেটাই দেখার।