
বিশ্বকাপ (World Cup 2019) সেমিফাইনালে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) সাত নম্বরে নামা নিয়ে এখনও সরগরম আলোচনা। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে শুরুতেই পরপর উইকেট খুইয়ে যখন ধুঁকছে ভারত (India), তখন ধোনিকে না নামিয়ে তাঁর আগে পাঠানো হয় কার্তিক, পাণ্ড্যেদের। ‘ফিনিশার' মাহিকে (Dhoni) ব্যাটিং অর্ডারে অত নীচে নামানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রবল সমালোচনা হচ্ছে টিম ম্যানেজমেন্টের। ২৪০ রান তাড়া করতে নেমে প্রবল সমস্যায় পড়ে যাওয়া সত্ত্বেও কেন অভিজ্ঞ ধোনিকে রাখা হল ঋষভ পন্থ, দীনেশ কার্তিক ও হার্দিক পাণ্ড্যেদের পরে— উঠছে প্রশ্ন। পরে নেমে ধোনি রবীন্দ্র জাডেজার সঙ্গে জুটি বেঁধে শতরানের পার্টনারশিপ করে ভারতকে আবার ম্যাচে ফেরানোর পাল্টা লড়াই শুরু করেন। দলের হেড কোচ রবি শাস্ত্রী ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে মুখ খুলেছেন। জানিয়ে দিয়েছেন, এটা একান্তই দলের সিদ্ধান্ত।
রবি শাস্ত্রী জানাচ্ছেন, ফাইনাল ওভারগুলিতে ধোনির অভিজ্ঞতা প্রয়োজন ছিল দলের। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস'কে তিনি বলেন, ‘‘এটা দলগত সিদ্ধান্ত। এবং এটা একটা সহজ সিদ্ধান্তও। ধোনিকে আগে পাঠালে ও আউট হয়ে গেলে চেজ করার সেখানেই সমাপ্তি ঘটত।''
ইংল্যান্ড থেকে ফিরে সিওএ-র সঙ্গে দেখা করবেন বিরাট কোহলি ও রবি শাস্ত্রী
তিনি আরও বলেন, ‘‘ওর অভিজ্ঞতা আমাদের দরকার ছিল। ও সর্বকালের সেরা ফিনিশার— এবং ওকে সেভাবে ব্যবহার না করাটা রীতিমতো অপরাধ হত। গোটা দলই এই বিষয়ে নিশ্চিত ছিল।''
সমস্যাসঙ্কুল সূচনার পর ধোনি-জাডেজা জুটি ৯২/৬ থেকে টেনে তুলে ২০৮/৭ করেন। জয়ের কাছাকাছি নিয়ে আসেন দলকে। তবে শেষরক্ষা হয়নি। চার বলের ব্যবধানে তাঁরা আউট হতেই স্বপ্নভঙ্গ ভারতের।
আমরা সবটা দিয়েছিলাম, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে বললেন যশপ্রীত বুমরা
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, ইংল্যান্ড থেকে ফিরে সিওএ-র সঙ্গে দেখা করবেন বিরাট কোহলি ও রবি শাস্ত্রী। সেখানে এই বিশ্বকাপে সেমিতে হারের কাটাছেঁড়া হবে।