Listen to the latest songs, only on JioSaavn.com
 

ভারতের বিশ্বকাপ দলে স্ট্যান্ডবাই হিসেবে পন্থ, রায়ডু ও নভদীপ

Updated: 17 April 2019 18:21 IST

দলের সঙ্গে নেট বোলার হিসেবে যাবেন খলিল আহমেদ, আবেশ কুমার ও দীপক চাহার। প্রয়োজনে টিম ম্যানেজমেন্ট চাইলে তাঁরা দলেও জায়গা করে নিতে পারেন।

ICC Cricket World Cup 2019: Rishabh Pant, Ambati Rayudu And Navdeep Saini Joins As Standbys
ঋষভ পন্থ ও অম্বাতি রায়ডুর বাদ পড়া নিয়ে কম আলোচনা হয়নি © এএফপি

আশার আলো Rishabh Pant ও Ambati Rayudu-র জন্য। ICC Cricket World Cup 2019-এর ১৫ জনের দলে জায়গা হয়নি এই দুই উদীয়মান তারকা ক্রিকেটারের। তা নিয়ে আলোচনাও কম হয়নি। কিন্তু একদিন পরই তাঁদের জন্য আশার আলো শোনালেন নির্বাচকরা। বুধবার এই দুই ক্রিকেটারকে বিশ্বকাপের স্ট্যান্ডবাই হিসেবে রাখা হল। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন পেস বোলার Navdeep Saini-ও। ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হবে এই মেগা ইভেন্ট। BCCI-এর সিনিয়র অফিশিয়াল বুধবার পিটিআইকে জানিয়েছেন, ‘‘ICC চ্যাম্পিয়ন্স ট্রফির মতই বিশ্বকাপের জন্যও তিনজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হচ্ছে। প্রথম ও দ্বিতীয় স্ট্যান্ডবাই হিসেবে থাকছে Rishabh Pant ও Ambati Rayudu। সাইনিকে রাখা হয়েছে বোলারের তালিকায়। যদি কেউ তোট পায় তাহলে সেই মতো এই তিন জনের মধ্যে প্রয়োজন অনুযায়ী দলের সঙ্গে যোগ দেবে।''

সোমবার বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দল থেকে ঋষভ পন্থ ও অম্বাতি রায়ডুর বাদ পড়া নিয়ে আলোচনা চলছিলই। তার মধ্যেই বোর্ডের এই ঘোষণা স্বস্তি ফিরল কিছুটা। সুনীল গাভাস্কারের মতো প্রাক্তন ক্রিকেটারও পন্থের বাদ যাওয়াতে অবাক হয়েছিলেন। রায়ডুর বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন গৌতম গম্ভীর।

৩৩ বছরের দীনেশ কার্তিককে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে দলে নেওয়া হয়েছে। যে কারনে বাদ পড়তে হয়েছে ২১ বছরের পন্থকে।

এ ছাড়া দলের সঙ্গে নেট বোলার হিসেবে যাবেন খলিল আহমেদ, আবেশ কুমার ও দীপক চাহার। প্রয়োজনে টিম ম্যানেজমেন্ট চাইলে তাঁরা দলেও জায়গা করে নিতে পারেন।

বিসিসিআই অফিশিয়াল বলেন, ‘‘খলিল আহমেদ ও দীপক চাহার স্ট্যান্ডবাই হিসেবে যাচ্ছেন না। বোলারদের ক্ষেত্রে এই দু'জনের সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্যাটসম্যানের প্রয়োজন হয়ে অবশ্যই এগিয়ে ঋষভ পন্থ ও অম্বাতি রায়ডু।''

একদিনের র‍্যাঙ্কিংয়ে বারত এই মুহূর্তে রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ভারত তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, হার্দিক পাণ্ড্যে, এমএস ধোনি, কেদার যাদব, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব,  রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার।

(তথ পিটিআই)

Comments
হাইলাইট
  • বিশ্বকাপে ভারতের ১৫ সদস্যের দল থেকে বাদ পড়তে হয়েছে পন্থ-রায়ডুকে
  • দলের সঙ্গে নেট বোলার হিসেবে যাবেন খলিল আহমেদ, আবেশ কুমার ও দীপক চাহার
  • ৫ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ভারত
সম্পর্কিত খবর
রঞ্জি ট্রফির ফাইনালের জন্য বাংলা দলে ঋদ্ধিমান সাহা
রঞ্জি ট্রফির ফাইনালের জন্য বাংলা দলে ঋদ্ধিমান সাহা
এশিয়া একাদশে বিরাট কোহলিসহ ছয় ভারতীয়: রিপোর্ট
এশিয়া একাদশে বিরাট কোহলিসহ ছয় ভারতীয়: রিপোর্ট
নিউজিল্যান্ড বনাম ভারত: চা-পানের বিরতিতে ভারত ৭৮/২
নিউজিল্যান্ড বনাম ভারত: চা-পানের বিরতিতে ভারত ৭৮/২
যুজবেন্দ্র চাহালের টিক টক ভিডিওতে কে এই রহস্যজনক মানুষ, দেখুন ভিডিও
যুজবেন্দ্র চাহালের টিক টক ভিডিওতে কে এই রহস্যজনক মানুষ, দেখুন ভিডিও
ঋষভ পন্থকে সুযোগ না দেওয়ায় টিম ম্যানেজমেন্টকে একহাত নিলেন Virender Sehwag
ঋষভ পন্থকে সুযোগ না দেওয়ায় টিম ম্যানেজমেন্টকে একহাত নিলেন Virender Sehwag
Advertisement