
বুধবার বিশ্বকাপের (World Cup 2019) সেমিফাইনালে ২৪০ রান তাড়া করতে নেমে হেরে যায় ভারত (India)। খেলার একেবারে শেষ পর্যন্ত ভারতের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। কিন্তু দু'রান নিতে গিয়ে মার্টিন গাপ্তিলের সরাসরি থ্রোতে উইকেট ছিটকে যায় তাঁর। আর তিনি রান আউট হতেই ম্যাচ কার্যত তখনই হেরে যায় কোহলি বাহিনী। ভারত হেরে যাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় গুঞ্জন। এবার হয়তো অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেবেন মাহি। সরে যাবেন আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা থেকে। তবে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি জানিয়ে দেন, ধোনি দলের কাছে অবসরের ব্যাপারে কিছু জানাননি। ধোনির অবসরের জল্পনায় ভক্তদের টুইটার ভরে যায় প্রার্থনায়। ধোনির কাছে বহু ভক্ত আবেদন করেন তিনি যেন এখনই অবসর না নেন।
ভারতের হারের ধাক্কায় হৃদরোগে মৃত হুগলির ব্যবসায়ী, বিষ খেলেন ওড়িশার যুবক
You Are Still Best WK,Finisher And Forever My Captain @msdhoni #DhoniForever #donotretiredhoni pic.twitter.com/VdhgkrIuxq
— Suresh M (@Sureshmoffl) July 11, 2019
We need you mahi..INDIA need you...we even can't think cricket without you.
— Sarang Joshi (@SarangJoshi98) July 11, 2019
India will not get another MSD....
Please don't even think about your retirement. Always in support of you.@msdhoni #donotretiredhoni pic.twitter.com/AyTQGy76ji
Dhoni wanted to be no 4 couple of years back but Ravi Shastri and others never agreed.
— Bharat Army (@bhartarmy) July 11, 2019
Kept searching for no 4 but couldn't find even till today. Sent Dhoni at 7 in semi-final
At this age, Dhoni was and is an ideal number 4 who can give stability to team
#donotretiredhoni pic.twitter.com/g3uPKaUTfN
He is and will always with nation #donotretiredhoni pic.twitter.com/5rAolYfo6h
— Sunanda Chhatbar (@ChhatbarSunanda) July 11, 2019
#donotretiredhoni please sir please I'm believe in Number & you are truly legend and fighter #MSDlove and forever inspiring to every youth please sir do not retire pic.twitter.com/Fl9Gc8Jqj5
— Sunil Prajapati (@Imsunil122) July 11, 2019
I created my twitter account 4 years ago, but this is my 1st tweet..... I came here for one man who is the heart of billion of fans.... We can't even imagine your retirement for now. Please play till t20 WC Mahi. India needs you. Please stay.#donotretiredhoni pic.twitter.com/WrsX6uQPw4
— Prem Kumar (@PremKum70119559) July 11, 2019
যদিও ২০১৯ বিশ্বকাপে বহু সমালোচনা সইতে হয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে। বিশ্বকাপের সেমিফাইনালেও সেই সমালোচনার তির ছুটে এসেছে মাহির দিকে। দলের পক্ষে কিন্তু দামি ইনিংসই খেলেছেন তিনি। প্রয়োজনীয় অর্ধশতরান করে জয়ের কাছাকাছি নিয়ে আসেন ভারতকে।
ধোনির রান আউট নিয়ে আইসিসির পোস্ট করা ভিডিও দেখে রেগে আগুন সমর্থকরা
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল কিউইরা। নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৩৯ রান তোলে নির্ধারিত পঞ্চাশ ওভারে। ভুবনেশ্বর কুমার সেরা বোলার হন। তিনি ১০ ওভার বল করে ৪৩ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন।
রান তাড়া করতে নেমে রোহিত, বিরাট ও রাহুল এক রান করে আউট হয়ে যান। ১০ ওভারে ভারত পৌঁছয় চার উইকেটে ২৪ রানে।
শেষমেশ ২২১ রানে সবাই আউট হয়ে ভারত হারে ১৮ রানে। ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট পেয়ে ম্যাচের সেরা হন ম্যাট হেনরি।
এদিকে দ্বিতীয় সেমিফাইনালে জিতে গিয়েছে ইংল্যান্ড। রবিবার, ১৪ জুন লর্ডসে ইংল্যান্ডের সঙ্গে ফাইনালে খেলবে নিউজিল্যান্ড।