
ফেভারিট হিসেবেই বিশ্বকাপ ২০১৯ (World Cup 2019 ) শুরু করতে চলেছে ইংল্যান্ড। ঘরের মাঠে তাদের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুই দলের কেউই এখনও বিশ্বকাপ হাতে নিতে পারেনি। দক্ষিণ আফ্রিকা চারবার সেমিফাইনাল তেকে ফিরেছে। ইংল্যান্ড এ বার বিশ্বকাপ (World Cup 2019 ) খেলতে নামছে ওডিআই-এর সেরা দল হিসেবেই। আইসিসি র্যাঙ্কিংয়ে (ICC Ranking) এই মুহূর্তে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ঘরের মাঠে সেই ইংল্যান্ডকেই ফেভারিট দরছেন বিশেষজ্ঞরা।
ম্যাচের বিস্তারিত:
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
কখন: ৩০ মে, ২০১৯
কোন সময়ে: ভারতীয় সময় দুপুর তিনটে
কোথায়: কেনিংটন, লন্ডন
স্টেডিয়াম: ওভাল
ইংল্যান্ডের সব থেকে বড় ভরসা তাদের ব্যাটিং। জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, মর্গ্যান ও জোস বাটলাররা ইংল্যান্ড ব্যাটিংকে একটা উচ্চতায় নিয়ে গিয়েছে।
দক্ষিণ আফ্রিকার কোচ ওটিস গিবসন অবশ্য মনে করেন, ইংল্যান্ড আয়োজক দেশ হওয়ায় চাপটা মূলত তাদের উপরই অনেকটা বেশি থাকবে।