
ইংল্যান্ড (England) জয় দিয়ে শুরু করেছে বিশ্বকাপ অভিযান। এ বার সামনে পাকিস্তান (Pakistan)। যারা প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে সাত উইকেটে হেরে বিশ্বকাপের (World Cup 2019) সব থেকে শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামছেন সরফরাজ আহমেদরা। বিশ্বকাপে তাঁরা দ্বিতীয় সর্বনিম্ন স্কোরও করে ফেলেছেন এবার। ব্যাটিং কন্ডিশনের নটিংহ্যামেও সেরা রান করতে পারেনি পাকিস্তান। সেদিক থেকে দেখতে গেলে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে আয়োজক দেশ। এই পাকিস্তানের বিরুদ্ধে ২০১৬তে ৪৪৩/৩ ও ২০১৮তে এই পাকিস্তানের বিরুদ্ধেই রেকর্ড ৪৮১-৬ রান করে ইংল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড দলে ডাকা হতে পারে মার্ক উডকে।
কখন হবে ইংল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?
ইংল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ হবে ৩ জুন, ২০১৯ (সোমবার)।
কোথায় হবে ইংল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?
ইংল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ হবে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে।
কোন সময়ে শুরু হবে ইংল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?
ইংল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ হবে ভারতীয় সময় দুপুর তিনটে থেকে।
কোন চ্যানেলে দেখা যাবে ইংল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?
ইংল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ দেখা যাবে স্টার স্পোটর্স নেটওয়ার্কে।
কী ভাবে দেখা যাবে ইংল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?
ইংল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে। লাইভ আপডেটের জন্য নজর রাখুন এনডিটিভি ডট কমে।
(টেলিকাস্ট ও স্ট্রিমিংয়ের সব তথ্য ব্রডকাস্টার্সের তরফে দেওয়া।)