England vs India: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ

Updated: 29 June 2019 20:29 IST

রবিবার যদি ভারতের কাছে হেরে যায় তাহলে ইংল্যান্ডের বিশ্বকাপ থেকে বিদায়ের রাস্তা আরও প্রশস্ত হবে।

England vs India: How To Watch Live Telecast And Streaming Of The Match
ইংল্যান্ডের সামনে মাস্ট উইন ম্যাচ রবিবার © এএফপি

২০১৯ বিশ্বকাপে (World Cup 2019) ভারত (Indian Cricket Team) এখনও অপরাজিত। ছয় ম্যাচ খেলে পাঁচটিতেই জয় তুলে নিয়েছেন বিরাট কোহলিরা (Virat kohli)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। বিশ্বকাপের পয়েন্টস টেবলে দ্বিতীয় স্থানে থাকা ভারত রবিবার নামছে তিন নম্বরে থাকা ইংল্যান্ডের (England Cricket Team) বিরুদ্ধে। রবিবার বার্মিংহ্যামের এজবাস্টনে লড়াইটা তাই হাড্ডাহাড্ডি। এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের। যে কারনে কোনও ভাবেই এই ম্যাচ আর হাতছাড়া করতে চাইবে না ভারতীয় শিবির। সঙ্গে লক্ষ্য থাকবে জয়ের ধারা ধরে রাখার। অন্যদিকে ইংল্যান্ডের সামনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য। এক তো আয়োজক দেশ। তার উপর প্রথম থেকে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসা দলটি পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে অনেকটাই পিছিয়ে পড়েছে। ভারতের বিরুদ্ধে জিতে আবার ঘুরে দাঁড়াতে চাইবে তারা। কেউ যে রবিবার এক ইঞ্চি জমিও ছাড়বে না তা স্পষ্ট। ইংল্যান্ডের হার তাদের ছিটকে দেওয়ার জন্য যথেষ্ট। ইতিমধ্যেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে ভারতের কাছে পিছিয়ে পনে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে ইংল্যান্ড।

কবে হবে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি হবে ৩০ জুন, ২০১৯ (রবিবার)

কোথায় হবে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি হবে এজবাস্টন, বার্মিংহ্যাম।

কোন সময়ে হবে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি হবে ভারতীয় সময় দুপুর তিনটে থেকে। 

কোন টিভি চ্যানেলে দেখা যাবে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

কীভাবে দেখা যাবে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচের লাইভ স্ট্রিমিং?

ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে। এ ছাড়া লাইভ আপডেটের জন্য রয়েছে sports.ndtv.com।

(সব টে‌লিকাস্ট ও স্ট্রিমিংয়ে তথ্য ব্রডকাস্টার্সদের তরফে পাওয়া।)

Comments
হাইলাইট
  • ভারত এখনও পর্যন্ত এই বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল
  • ইংল্যান্ড দারুণভাবে শুরু করেও অনেকটাই পিছিয়ে পড়েছে
  • আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীষে রয়েছে এখন ভারত
সম্পর্কিত খবর
বিশ্বকাপের এলিট ক্লাবে স্টিভ স্মিথের সঙ্গে ঢুকে পড়লেন বিরাট কোহলি
বিশ্বকাপের এলিট ক্লাবে স্টিভ স্মিথের সঙ্গে ঢুকে পড়লেন বিরাট কোহলি
পিটারসনের মতে, ভারতকে হারাবে যারা তারাই বিশ্বকাপ জিতবে
পিটারসনের মতে, ভারতকে হারাবে যারা তারাই বিশ্বকাপ জিতবে
দেশভাগের পরে এই প্রথম পাকিস্তান সমর্থন করেছিল ভারতকে, জানালেন শোয়েব আখতার
দেশভাগের পরে এই প্রথম পাকিস্তান সমর্থন করেছিল ভারতকে, জানালেন শোয়েব আখতার
আমরা ব্যাট হাতে হিসেবি হতে পারিনি, ইংল্যান্ডের কাছে হারের পর বললেন কোহলি
আমরা ব্যাট হাতে হিসেবি হতে পারিনি, ইংল্যান্ডের কাছে হারের পর বললেন কোহলি
২০১৯ বিশ্বকাপে তিন নম্বর সেঞ্চুরি রোহিত শর্মার
২০১৯ বিশ্বকাপে তিন নম্বর সেঞ্চুরি রোহিত শর্মার
Advertisement