Listen to the latest songs, only on JioSaavn.com
 

বিরাটের হাত থেকে কি যেতে চলেছে সীমিত ওভারের অধিনায়কত্ব?

Updated: 15 July 2019 16:16 IST

রোহিতকে সীমিত ওভারের অধিনায়ক করে দিয়ে বিরাটকে কেবল টেস্টে অধিনায়ক রাখা যায় কিনা, সে বিষয়ে আলোচনা চলছে।

BCCI Is Keen To DiscussThe Idea Of Split Captaincy
বিরাটের নেতৃত্বে সেমিফাইনাল থেকে ফিরে আসতে হয়েছে ভারতকে। © এএফপি

বিশ্বকাপ (World Cup 2019) থেকে ভারতের বিদায়ের পর থেকেই শুরু হয়েছে আলোচনা। ঠিক কোন জায়গায় এসে দল পিছিয়ে পড়ছে। কথা উঠছে অতিরিক্ত রোহিত (Rohit Sharma)-বিরাট (Virat Kohli) নির্ভরতা নিয়েও। এই সব বিষয়ে আলোচনার পাশাপাশি বিসিসিআই (BCCI)আলোচনা করতে চাইছে আরও একটি বিষয়ে। সেটা হল ভিন্ন ফর্ম্যাটে ভিন্ন অধিনায়ক। সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক কর্মকর্তা বলেন, ভাল দল সবসময় একটি প্রতিযোগিতার শেষে নতুন করে প্রস্তুতি নেয়। চোখের সামনে উদাহরণ ইংল্যান্ড। এই ভাবেই তারা বিশ্বজয়ী হয়েছে। সুতরাং পরের প্রতিযোগিতায় সাফল্য পেতে হলে এখন থেকেই ভাবনা-চিন্তা করতে হবে। রোহিতকে সীমিত ওভারের অধিনায়ক করে দিয়ে বিরাটকে কেবল টেস্টে অধিনায়ক রাখা যায় কিনা, সে বিষয়েও আলোচনা চলছে।

ওই কর্মকর্তা বলেন, ‘‘৫০ ওভারের ফর্ম্যাটে রোহিতকে অধিনায়ক ঘোষণা করার এটাই সঠিক সময়। বর্তমান অধিনায়কের প্রতিও বিপুল সমর্থন নিশ্চয়ই থাকবে। কিন্তু পরের বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা করতে হবে এবং সে জন্য বর্তমান পরিকল্পনাগুলিকে আবারও নেড়েচেড়ে দেখা দরকার। কিছু বিষয়ে ফিরে দেখার দরকার আছে। রোহিতই সঠিক লোক হবে।''

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সবার আগে দেশে ফিরলেন রোহিত শর্মা, দেখুন ভিডিও

এরই পাশাপাশি গুঞ্জন শোনা যাচ্ছে, রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে নাকি সম্পর্কে চিড় ধরেছে! সম্ভবত সিওএ মুখ্য বিনোদ রাইয়ের সঙ্গে রবি শাস্ত্রী ও বিরাট কোহলির বৈঠকে এই প্রসঙ্গও উঠে আসতে পারে। ওই কর্মকর্তা একথা জানিয়ে বলেন, এই ধরনের গুজব থেকে দ্রুত বেরিয়ে আসা দরকার।

বিনোদ রাই যদিও দাবি করেছেন, ওই রিভিউ বৈঠকে কেবল দলের পারফরম্যান্স নিয়েই কথা হবে। কিন্তু সম্ভবত দলের অন্যান্য সমস্যার জায়গা নিয়েও কথা হবে ওই বৈঠকে। বিশেষ করে যেগুলির আশু সমাধান প্রয়োজন। তার মধ্যে থাকতেই পারে দলের দুই মহাতারকার সম্পর্কের বিষয়টিও।

দল হিসেবে খেলতে পারেনি ভারত, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে বললেন রোহিত শর্মা

প্রসঙ্গত, গত বছর হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্টের সময় সেষবার সিওএ সদস্যদের সঙ্গে কোচ ও সিনিয়র খেলোয়াড়দের বৈঠক হয়েছিল। সেখানে বিশ্বকাপের আগে খেলোয়াড়দের বিশ্রামের প্রসঙ্গে কোহলি ও রোহিত ভিন্ন মেরুতে অবস্থান কেরছিলেন। (এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Comments
হাইলাইট
  • রোহিতকে সীমিত ওভারের অধিনায়ক করা নিয়ে আলোচনা
  • বিরাটকে কেবল টেস্টে অধিনায়ক রাখা হতে পারে
  • গুঞ্জন শোনা যাচ্ছে বিরাট-রোহিত সম্পর্কের ফাটল নিয়েও
সম্পর্কিত খবর
বিরাট কোহলি অসাধারণ, শুধু একটু সমর্থন দরকার ছিল: দীলিপ ভেঙ্গসরকারের
বিরাট কোহলি অসাধারণ, শুধু একটু সমর্থন দরকার ছিল: দীলিপ ভেঙ্গসরকারের
বিরাট কোহলি ও ভারতীয় দলকে স্লেজ করতে ভয় পায় অস্ট্রেলিয়া: মাইকেল ক্লার্ক
বিরাট কোহলি ও ভারতীয় দলকে স্লেজ করতে ভয় পায় অস্ট্রেলিয়া: মাইকেল ক্লার্ক
দেখুন কেভিন পিটারসেনের মজাদার ভিডিও পোস্ট
দেখুন কেভিন পিটারসেনের মজাদার ভিডিও পোস্ট
লকডাউন নিয়ে ৪০ জন ক্রীড়াবিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদি
লকডাউন নিয়ে ৪০ জন ক্রীড়াবিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদি
বিরাট কোহলি-পিটারসেনের লাইভ চ্যাটের মধ্যে ঢুকে পড়লেন অনুষ্কা শর্মা!
বিরাট কোহলি-পিটারসেনের লাইভ চ্যাটের মধ্যে ঢুকে পড়লেন অনুষ্কা শর্মা!
Advertisement