India vs Bangladesh: নজরে থাকবেন ভারতীয় ব্যাটসম্যান ঋষভ পন্থ

Updated: 01 July 2019 21:57 IST

উইকেটের পিছনে এমএস ধোনির পর ঋষভ পন্থকে দেখছে ভারতীয় ক্রিকেট মহল।

Bangladesh vs India: Indian Batsman To Watch Is Rishabh Pant
বিশ্বকাপের অভিষেক মাচে মাত্র 23 রানই করেছেন ঋষভ পন্থ © এএফপি

ভারতের দল নির্বাচনে বিতর্কের কেন্দ্রে ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সেই ঋষভ পন্থই ভাগ্যের ফেরে আবার ঢুকে পড়েছেন বিশ্বকাপের (World Cup 2019) ভারতীয় দলে (Indian Cricket Team)। শিখর ধাওয়ান চোট পেয়ে ছিটকে যেতেই তাঁর সামনে সুযোগ চলে আসে। আর বিজয় শঙ্কর চোট পেতেই বিশ্বকাপ অভিষেকও হয়ে যায় তাঁর। তবে যে ম্যাচে তাঁর অভিষেক হয়েছে সেই ইংল্যান্ড ম্যাচে হারতে হয়েছে ভারতকে। সেই ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। যদিও তাঁর খেলা খুব একটা প্রভাবিত করতে পারেনি। ভারতের সব থেকে সমস্যার জায়গা এই চার নম্বর ব্যাটিং পজিশন। তবে বাংলাদেশের বিরুদ্ধে তিনি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নিজের সেরাটা দিয়ে নজর কেড়ে নিতে চাইবেন অবশ্যই। 

এটা নিয়ে কোনও সংশয় নেই যে দলে থাকবেন তিনি। বিশেষ করে লিগের বাকি দুই ম্যাচে। মঙ্গলবার সেমিফাইনালের লক্ষ্যে বাংলাদেশের বিরুদ্ধে এজবাস্টনে খেলতে নামছে ভারত। সেখানে নিজেকে প্রমান করার সুযোগ পাবেন ঋষভ পন্থ।

বিজয় শঙ্করের চোটে বিশ্বকাপে অভিষেক ঋষভ পন্থের

ঋষভ পন্থ ভারতের হয়ে টি২০ ও আইপিএল-এর মতো ইভেন্টে নিজেকে প্রমান করেছেন। তবে এখ‌নও ওডিআই-এ তাঁর অনেক কিছু প্রমান করার বাকি রয়েছে। মাত্র ছয় ম্যাচই দেশের ওডিআই জার্সি পরে খেলেছেন তিনি। যা দিয়ে কাউকে বিচার করাটা যথেষ্ট নয়। 

যদিও উইকেটের পিছনে এমএস ধোনির পর তাঁকেই দেখছে ভারতীয় ক্রিকেট মহল। যে কারনে বিশ্বকাপে ১৫ জনের দলে তাঁর বদলে দীনেশ কার্তিককে নেওয়ায় সমালোচনার ঝড় উঠেছিল ক্রিকেট মহলে। তার পর তাঁকে পরিবত হিসেবে রাখা হয়। যে কারনে শিখর ধাওয়ান ছিটকে যেতেই তাঁকে ডেকে নেওয়া হয় দলে। 

ঋষভ পন্থকে নিয়ে সাংবাদিকের প্রশ্নে মজা করে কী বললেন রোহিত শর্মা, শুনুন

২০১৮-র অক্টোবরে ঋষভ পন্থের অভিষেক হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তাঁর শেষ ছয় ম্যাচে পন্থ ২৫.০০ গড় নিয়ে করেছেন ১২৫ রান। স্ট্রাইকরেট ১২৫.০০। তাঁর সবোর্চ্চ রান ৩৬।

Comments
হাইলাইট
  • ঋষভ পন্থকে ঘিরে ভারতের সমথর্ক মহলে অনেক আশা
  • শিখর ধাওযান চোট পাওয়ায় তাঁকে ডেকে নেওয়া হয়
  • মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত
সম্পর্কিত খবর
হোটেলর করিডরই ‘পিচ’! অভিনব অনুশীলনে চমকে দিলেন ঋষভ ও কুলদীপ
হোটেলর করিডরই ‘পিচ’! অভিনব অনুশীলনে চমকে দিলেন ঋষভ ও কুলদীপ
রোহিত শর্মা পন্থের ইন্টারভিউ নেওয়ার পর যুজবেন্দ্র চাহাল কী টুইট করলেন
রোহিত শর্মা পন্থের ইন্টারভিউ নেওয়ার পর যুজবেন্দ্র চাহাল কী টুইট করলেন
রান না পেলে হতাশ হয়ে পড়ি, বললেন ঋষভ পন্থ
রান না পেলে হতাশ হয়ে পড়ি, বললেন ঋষভ পন্থ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংসের সঙ্গেই ধোনির রেকর্ড ভাঙলেন পন্থ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংসের সঙ্গেই ধোনির রেকর্ড ভাঙলেন পন্থ
ঋষভ পন্থের মধ্যে ভবিষ্যৎ দেখছে ভারত, সিরিজ জিতে বললেন বিরাট কোহলি
ঋষভ পন্থের মধ্যে ভবিষ্যৎ দেখছে ভারত, সিরিজ জিতে বললেন বিরাট কোহলি
Advertisement