
গোড়ালির সমস্যার কারণে রবিবার ভারত (Indian Cricket Team ) বনাম ইংল্যান্ডের (England Cricket Team) বিশ্বকাপ (World Cup 2019) ম্যাচে ছিলেন না বিজয় শঙ্কর (Vijay Shankar)। শেষ পর্যন্ত একেবারে প্রতিযোগিতা থেকেই ছিটকে গেলেন ভারতীয় অলরাউন্ডার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, সম্ভবত বিজয়ের জায়গায় দলে আসছেন মায়াঙ্ক আগরওয়াল। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে কর্নাটকের ২৮ বছরের ওপেনার মায়াঙ্কের অভিষেক হয়। তবে এখনও পর্যন্ত কোনও একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলেননি মায়াঙ্ক। এই নিয়ে এবারের বিশ্বকাপ থেকে দু'জন খেলোয়াড় চোটের কারণে প্রতিযোগিতার বাইরে চলে যান। বিজয়ের আগে বুড়ো আঙুল ভেঙে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায় শিখর ধাওয়ানের। পিটিআইকে এক বিসিসিআই আধিকারিক জানান, ‘‘বিজয় আবার যশপ্রীত বুমরাহর বলে পায়ের পাতায় চোট পেয়েছেন। ওঁর পরিস্থিতি খুব ভাল নয়। এবং ও এই প্রতিযোগিতায় আর অংশ নিতে পারবেন না। ও দেশে ফিরে যাচ্ছে।''
ধোনি ও যাদবের ‘উদ্দেশ্যহীন' ব্যাটিং নিয়ে সমালোচনায় মুখর বিশেষজ্ঞরা
একটি সূত্র থেকে জানা যাচ্ছে, ‘‘ভারতীয় টিম ম্যানেজমেন্ট সম্ভবত মায়াঙ্ক আগরওয়ালকে বিজয়ের পরিবর্ত হিসেবে নিয়ে আসবে। কেননা মায়াঙ্ক ওপেন করতে পারেন। সেক্ষেত্রে রাহুলকে আবার চারে ফেরত পাঠানো হতে পারে যদি পরের দু'টি ম্যাচে ঋষভ ব্যর্থ হন।''
World cup 2019, ENG Vs IND: ভারতের প্রথম হার, বেঁচে থাকল ইংল্যান্ডের আশা
রোহিত শর্মা বিজয় শঙ্করের চোটের কথা বললেও মনে করা হচ্ছে, সাদাম্পটনের পুরনো চোটই ছিটকে দিল বিজয়কে।
আশা করা হচ্ছে মায়াঙ্কের নাম আইসিসির টেকনিক্যাল কমিটির তরফে মনোনীত করা হবে। মায়াঙ্ক বার্মিংহ্যামে দলের সঙ্গে যোগ দেবেন ও পরে লিডসেও যাবেন।
রবিবার বার্মিংহ্যামে ইংল্যান্ডের কাছে ৩১ রানে হারতে হয়েছে ভারতকে। মঙ্গলবার ওই মাঠেই তাদের ম্যাচ বাংলাদেশের সঙ্গে।