
অজি উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি (Alex Carey) বিশ্বকাপের (World Cup 2019) সেমিফাইনালে ব্যাট করতে নেমে থুতনিতে চোট পেলেন ইংল্যান্ডের ফাস্টবোলার জোফ্রা আর্চার (Jofra Archer )। এজবাস্টনে বৃহস্পতিবার আর্চারের বলে চোট পান অ্যালেক্স। বল হঠাৎ লাফিয়ে উঠেসোজা এসে আছড়ে পড়ে তাঁর থুতনিতে। এত জোরে বল এসে লাগে যে তাঁর হেলমেট খুলে বেরিয়ে যায়। তবে সেটিকে উইকেটে পড়তে দেননি অ্যালেক্স। ২৭ বছরের বাঁহাতি ব্যাটসম্যান হেলমেটটি লুফে নেন। তাঁর থুতনি রক্তে ভরে যায়। তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা করানো হয় তাঁর। তবে তিনি ক্রিজ ছাড়েননি। ব্যাটিং চালিয়ে যান। বৃহস্পতিবারের ম্যাচে শুরু থেকেই সমস্যায় পড়ে যায় অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুকে পড়ে অজিরা।
How cool are you on a scale of 1 - Alex Carey? #ENGvAUSpic.twitter.com/xJm7S0c1Ya
— Lucy Bluck (@LucyBluck_) July 11, 2019
Ponting 2005 Ashes Test, Lord's
— Dave Middleton (@Dave_Middleton) July 11, 2019
Carey 2019 #CWC19 semi-final, Edgbaston pic.twitter.com/aaeHTYWdOo
ম্যাচের প্রথম বলেই চার মারেন ওয়ার্নার। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই শূন্য রানে ফিরে যান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। খানিক পরে স্লিপে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ওয়ার্নার। ইসমান খোয়াজার বদলে দলে আসা পিটার হ্যান্ডসকম্বও দাঁড়াতে পারেননি। ১৪ রানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্রথম দশ ওভারে তাদের স্কোর দাঁড়ায় তিন উইকেটে সাতাশ।
পন্থের আউট নিয়ে সমালোচনা পিটারসনের, সপাট জবাব যুবরাজের
তবে অ্যালেক্স ক্যারি দলকে টানেন। চোট পাওয়ার পরেও তিনি ভালই খেলছিলেন। শেষ পর্যন্ত অর্ধশতরান থেকে চার রান দূরে থামতে হয় তাঁকে। এটাই এদিন তাঁদের দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।
আদিল রশিদের বলে আউট হন তিনি। স্টিচ নিয়েই খেললেন অ্যালেক্স। তবে উইকেট কিপিংয়ে কোনও অসুবিধা হবে না বলেই জানা যাচ্ছে।
ও আমাকে এফোঁড় ওফোঁড় করে দিয়েছে, জাডেজার ইনিংসের পরে বললেন মঞ্জরেকর
UPDATE: Cricket Australia have confirmed Alex Carey has had stitches applied to his chin, but will be fine to take the gloves for England's batting innings #CWC19 pic.twitter.com/GCv2DyS6eh
— cricket.com.au (@cricketcomau) July 11, 2019
এদিকে ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে দিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ২৪০ রান তাড়া করতে নেমে ২২১-এর বেশি করতে পারেনি ভারত। সবথেকে ভাল ব্যাট করেন রবীন্দ্র জাদেজা। তিনি ৭৭ রান করেন। ম্যাট হেনরি ৩ উইকেট তুলে নেন। এই নিয়ে পরপর দু'বার কিউইরা বিশ্বকাপের ফাইনালে উঠল।
১৪ জুলাই, রবিবার লর্ডসে কিউইরা মুখোমুখি হবে আজকের ম্যাচের বিজয়ীদের সঙ্গে।