World Cup 2019: কখন, কোথায় দেখবেন আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের লাইভ

Updated: 06 June 2019 17:09 IST

। দুই দলই প্রত্যাশার চাপ ছাড়াই বিশ্বকাপের ম্যাচে একে অপরের বিরুদ্ধে নামছে। 

Afghanistan vs Sri Lanka: How To Watch Live Telecast And Streaming Of The Match
হেরেই মুখোমুখি হচ্ছে আফগানিস্তা-শ্রীলঙ্কা © এএফপি

দুই দল আপাতত একই জায়গায় দাঁড়িয়ে। বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে দু'জনকে। হেরেই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। এই অবস্থায় লড়াইটা একদমই প্রায় সমানে সমানে। আফগানিস্তানকে (Afghanistan Cricket Team) ২০১৯ বিশ্বকাপের (World Cup 2019) সারপ্রাইজ প্যাকেজ হিসেবেই দেখা হচ্ছিল। যদিও সময় এখনও রয়েছে চমকের। প্রথম ম্যাচেই দেখা হয়ে গিয়েছিল শক্তিশালী অস্ট্রেলিয়ার সঙ্গে। যেখানে হারের মুখ দেখতে হয়েছে। চমক দেখাতে পারেনি আফগানিস্তান। সাত উইকেটে হারতে হয়েছে তাদের। শ্রীলঙ্কার (Sri Lanka Cricket Team) অবস্থা আরও খারাপ। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিল কিন্তু শ্রীলঙ্কা অসহায় আত্মসমর্পণ করেছে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের সামনে। ১০ উইকেটে হারের মুখ দেখতে হয়েছে। দুই দলই হেরে একে অপরের মুখোমুখি হচ্ছে মঙ্গলবার। যেখানে একটু হলেও এগিয়ে থাকবে আফগানিস্তান তাদের বোলিং আক্রমনের জন্য। যদিও ব্যাটিংয়ে এখনও অনেক কিছু প্রমান করতে হবে। শ্রীলঙ্কাকে সব বিভাগেই নিজেদের অনেকটা প্রমান করতে হবে। ১৯৯৬-এর বিশ্বকাপ জয়ী দল শ্রীলঙ্কা। সেদিক থেকে দেখতে গেলে আফগানিস্তান সবে পা রেখেছে বিশ্বকাপের আসরে। এটাই তাদের দ্বিতীয় বিশ্বকাপ। কিন্তু ‌নানা সমস্যায় জর্জরিত হয়ে এখন বিশ্ব ক্রিকেটে অনেকটাই পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। এই বিশ্বকাপে শ্রীলঙ্কাকে কেউ আলোচনার মধ্যেই রাখেনি। তাই তাদের উপর চাপও কম। দুই দলই প্রত্যাশার চাপ ছাড়াই বিশ্বকাপের ম্যাচে একে অপরের বিরুদ্ধে নামছে। 

কবে হবে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি হবে ৪ জুন, ২০১৯ (মঙ্গলবার)

কোথায় হবে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি হবেকার্ডিফের সোফিয়া গার্ডেন্সে।

কোন সময়ে হবে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি হবে ভারতীয় সময় দুপুর তিনটে থেকে। 

কোন টিভি চ্যানেলে দেখা যাবে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচ?

আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

কীভাবে দেখা যাবে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচের লাইভ স্ট্রিমিং?

আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে। এ ছাড়া লাইভ আপডেটের জন্য রয়েছে sports.ndtv.com।

(সব টে‌লিকাস্ট ও স্ট্রিমিংয়ে তথ্য ব্রডকাস্টার্সদের তরফে পাওয়া।)

Comments
হাইলাইট
  • আফগানিস্তান ও শ্রীলঙ্কার তাদের প্রথম জয়ের খোঁজে
  • শ্রীলঙ্কা বিশ্বকাপ শুরু করেছে ১০ উইকেটে হেরে
  • আফগানিস্তান কোনও রকমে ২০০ রানের গণ্ডি পেরলেও হারতে হয়েছে
সম্পর্কিত খবর
হেলমেটে বল ঢুকে যেতেই কী করলেন বোল্ট? হাসির রোল মাঠের মধ্যে
হেলমেটে বল ঢুকে যেতেই কী করলেন বোল্ট? হাসির রোল মাঠের মধ্যে
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের উৎসব করতে গিয়ে বাইক থেকে পড়ে গেলেন কুশল মেন্ডিস
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের উৎসব করতে গিয়ে বাইক থেকে পড়ে গেলেন কুশল মেন্ডিস
‘‘আমার সময় শেষ’’: বাংলাদেশকে হারিয়ে অবসরের ঘোষণা লাসিথ মালিঙ্গার
‘‘আমার সময় শেষ’’: বাংলাদেশকে হারিয়ে অবসরের ঘোষণা লাসিথ মালিঙ্গার
বিশ্বকাপের ব্যর্থতার জের, সরতে হচ্ছে শ্রীলঙ্কার কোচকে
বিশ্বকাপের ব্যর্থতার জের, সরতে হচ্ছে শ্রীলঙ্কার কোচকে
বিশ্বকাপ থেকে বিদায়ে সরিয়ে দেওয়া হল বাংলাদেশ কোচ স্টিভ রোডসকে
বিশ্বকাপ থেকে বিদায়ে সরিয়ে দেওয়া হল বাংলাদেশ কোচ স্টিভ রোডসকে
Advertisement