
আফগানিস্তানের বিরুদ্ধে ২০১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়া। আফগানিস্তানের এটাই দ্বিতীয় বিশ্বকাপ। বেশিদিন হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে। যে কারনে ম্যাচের সংখ্যাও কম। তাও অস্ট্রেলিয়ার সঙ্গে দু'বার দেখা হয়েছিল আফগানিস্তানের। দু'বারই জিতেছিল অস্ট্রেলিয়া। এটাই স্বাভাবিক। সেদিক থেকে দেখতে গেলে অনেকটাই দুর্বল দলের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছেন স্মিথরা।
ম্যাচ: ২
আফগানিস্তানের জয়: ০
অস্ট্রেলিয়ার জয়: ২
ড্র: ০
ফল হয়নি: ০
ব্রিস্টলে আফগানিস্তানের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই যে অস্ট্রেলিয়া নামবে তা নিয়ে কোনও সংশয় নেই। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা হঠাৎ করেই জায়গা করে নিয়েছে এ বারের ফেভারিটের তালিকায়। আফগানিস্তান সেদিক থেকে দেখতে গেলে এই নিয়ে দ্বিতীয় বিশ্বকাপ খেলতে চলেছে।
দু'মাস আগেই অধিনায়ক পরিবর্তন করা হয়েছে আফগানিস্তানের। আসঘর আফঘানের পরিবর্তে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে গুলবাদিন নাইবের হাতে। যা অনেক সিনিয়র প্লেয়ারই মেনে নিতে পারেননি। কিন্তু এখন এই সব ভুলে বিশ্বকাপের লড়াইয়ে মন দিতে চাইছে গোটা দল।