‘‘স্বার্থপর নই’’: শতরান হাতছাড়া হওয়ার পর Ajinkya Rahane

Updated: 23 August 2019 18:26 IST

কঠিন পরিস্থিতিতে Ajinkya Rahane খেলেছেন লড়াকু ৮১ রানের ইনিংস। মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়েছিল ভারত।

Ajinkya Rahane Not Concerned About Missing Out On Hundred, Says Was "Thinking About My Team"
Ajinkya Rahane খেলেছেন লড়াকু ৮১ রানের ইনিংস। © এএফপি

বৃহস্পতিবার Antigua-তে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্টের প্রথম দিনে কঠিন পরিস্থিতিতে Ajinkya Rahane খেলেছেন লড়াকু ৮১ রানের ইনিংস। মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়েছিল ভারত। ক্রিজে ফিরে গিয়েছিলেন চেতেশ্বর পুজারা (২), বিরাট কোহলির (৯) মতো তারকারা। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় ইনিংস খেলে যান রাহানে। শতরান থেকে ১৯ রান দূরে থাকা অবস্থায় আউট হন তিনি। ২০১৭ সালের আগস্টের পর আর শতরান নেই তাঁর। একটা কাছে এসে আবারও ফিরতে হল তাঁকে। তবে রাহানে তিন অঙ্কে পৌঁছতে না পেরেও অবিচলিত ভঙ্গিতে জানিয়ে দিয়েছেন, তিনি ‘স্বার্থপর' নন। তিনি জানিয়ে দিয়েছেন, ‘‘দলের জন্য ভাবছিলাম।''

শেষবার ২০১৭ সালের আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করেছিলেন রাহানে। দিনের শেষে ভারত ছয় উইকেটে ২০৩। রাহানে জানাচ্ছেন, ‘‘আমি যতক্ষণ ক্রিজে ছিলাম, আমি দলের জন্য ভাবছিলাম। আমি স্বার্থপর নই। আর হ্যাঁ, সেই জন্যই আমি শতরানের ব্যাপারে অতটা সচেতন ছিলাম না। আমি মনে করি ৮১ রান এই উইকেটে খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা এখন ভাল অবস্থা‌নে আসতে পেরেছি।''

West Indies vs India 1st Test Day 1: শুরুটা ভাল হল না ভারতের

তিনি আরও বলেন, ‘‘দেখুন, দলের জন্য কতটা অবদান রাখতে পারছি সেটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমিও শতরান নিয়ে ভাবতাম। কিন্তু যে পরিস্থিতিতে ছিলাম, ৩ উইকেটে ২৫— আমি কেবল ভাবছিলাম যদি দলের জন্য অবদান রাখতে পারি। আমি আমার শতরানের ব্যাপারে অতটা মনোযোগী ছিলাম না, ভেবেছিলাম ওটা নিজের থেকেই হয়ে যাবে।''

৩১ বছরের রাহানে দু'মাস হ্যাম্পশায়ারের হয়ে ক্রিকেট খেলে সাতটি ম্যাচে একটি শতরান ও একটি অর্ধশতরান করেছেন। তিনি এপ্রসঙ্গে বলছেন, ‘‘দেখুন এটা দরকার ছিল। আমি যখন জানতে পারলাম বিশ্বকাপের দলে আমি ন‌েই, তখনই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ওই দু'টো মাসকে ব্যবহার করতে চেয়েছিলাম। সাতটি কাউন্টি ম্যাচে আমি খেলেছি। নিজের ব্যাটিংয়ের কয়েকটি বিষয়ে মনোযোগ দিয়েছি।''

রোহিত শর্মা টেস্টেও ওপেন করুন, চাইছেন Sourav Ganguly

নিজের কাউন্টি অভিজ্ঞতা নিয়ে রাহানের বক্তব্য, ‘‘আপনি যখন ইংল্যান্ডে খেলবেন ডিউক বলের বিরুদ্ধে, আপনাকে শরীরের কাছ থেকে খেলতে হবে। আমি ৩ নম্বরে ব্যাট করতাম। ফলে সৌভাগ্যবশত আমি নতুন বল খেলার সুযোগ পেতাম। ওই দু'মাস আমি আমার সময়ের সত্যিই সদ্ব্যবহার করেছি। কিন্তু এখনই বলা সম্ভব নয় কাউন্টিতে খেলাটা আমাকে কতটা সাহায্য করেছে। কিন্তু ওখানে যাওয়া আর ব্যাটিং অনুশীলন করাটা ভালই হয়েছে।''

ইংল্যান্ডের মেঘলা আবহাওয়ায় বোলারকে সমীহ করতে হয়, একথা জানিয়ে রাহানে বলেন, ‘‘যখন রোদ্দুর ওঠে, আপনারা জানেন ব্যাটিং করাটা সহজ হয়ে যায়। আমি কয়েকটা ভাল ইনিংস খেলেছি। এটা আমার জন্য ভালই হয়েছে।''

Comments
হাইলাইট
  • প্রথম ইনিংসে অজিঙ্কা রাহানে খেলেছেন লড়াকু ৮১ রানের ইনিংস
  • শতরানের দিকে সেভাবে খেয়াল ছিল না বলে জানান তি‌নি
  • দিনের শেষে ভারত ৬ উইকেটে ২০৩
সম্পর্কিত খবর
পরিবারের সঙ্গে ভাল সময় কাটিয়ে ‘অফিসে’ ফেরার ভিডিও পোস্ট অজিঙ্কা রাহা‌নের
পরিবারের সঙ্গে ভাল সময় কাটিয়ে ‘অফিসে’ ফেরার ভিডিও পোস্ট অজিঙ্কা রাহা‌নের
তৃতীয় ভারতীয় হিসেবে বিরাট কোহলির পর এই রেকর্ড করে ফেললেন Rohit Sharma
তৃতীয় ভারতীয় হিসেবে বিরাট কোহলির পর এই রেকর্ড করে ফেললেন Rohit Sharma
India vs South Africa 3rd Test, Day 4: ১০ মিনিটেই শেষ দিনের খেলা, সিরিজ হোয়াইট ওয়াশ ভারতের
India vs South Africa 3rd Test, Day 4: ১০ মিনিটেই শেষ দিনের খেলা, সিরিজ হোয়াইট ওয়াশ ভারতের
India Vs South Africa, 3rd Test Day 3: দিনের শেষে ২০৩ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা
India Vs South Africa, 3rd Test Day 3: দিনের শেষে ২০৩ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা
ঘরের মাঠে প্রায় তিন বছর পর সেঞ্চুরি হাঁকালেন অজিঙ্ক রাহনে
ঘরের মাঠে প্রায় তিন বছর পর সেঞ্চুরি হাঁকালেন অজিঙ্ক রাহনে
Advertisement