2nd Test: হনুমা বিহারী ও অজিঙ্কা রাহানের ব্যাটে ভর দিয়ে জয়ের দোরগোড়ায় ভারত

Updated: 02 September 2019 14:54 IST

হনুমা বিহারী (Hanuma Vihari) ও অজিঙ্কা রাহানের (Ajinka Rahane) অপরাজিত জুটির দৌলতে ক্যারিবিয়ানদের সামনে ৪৬৮ রানের সুবিশাল লক্ষ্যমাত্রা রেখেছে ভারত।

2nd Test: Hanuma Vihari and Ajinkya Rahane Take India Closer To Series Sweep
৫৭ রানে চার উইকেট খোয়ানো ভারতকে লড়াইয়ে ফেরান ফর্মে থাকা রাহানে ও হনুমা। © টুইটার

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে সিরিজ জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ভারত। রবিবার টেস্টের তৃতীয় দিন হনুমা বিহারী (Hanuma Vihari) ও অজিঙ্কা রাহানের (Ajinka Rahane) ১১১ রানের অপরাজিত জুটির দৌলতে ভারত ক্যারিবিয়ানদের সামনে ৪৬৮ রানের সুবিশাল লক্ষ্যমাত্রা রেখেছে। ৫৭ রানে চার উইকেট খোয়ানো ভারতকে লড়াইয়ে ফেরান ফর্মে থাকা রাহানে (৫৪ অপরাজিত) ও হনুমা (৫৩ অপরাজিত)। ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান তাঁরা। শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৬৮ রানে পৌঁছে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। বোলারদের দিনের শেষে ১৩ ওভার সুযোগ দেওয়া হয়। ওই সময়ে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে ৪৫ রান তোলে।

ভারত ২৯৯ রানে এগিয়ে থেকেও ফলো অন করায়নি ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানরা মাত্র ১১৭ রানে অলআউট হয়ে গিয়েছিল। সকালের সেশনের প্রথম ঘণ্টাতেই অলআউট হয়ে যায় তারা।

Jasrpit Bumrah কার প্রশংসা পেলেন, যেটা তাঁর জীবনের সেরা

চা পারেন বিরতিতে ভারত ৩৭ ওভারে পৌঁছয় চার উইকেটে ৭৩ রানে। পরে অবশ্য হনুমা ও রাহানে ভাল খেলে দলকে এগিয়ে নিয়ে যান। কেমার রোচ আগুনে পেসে বল করলেও হনুমাকে আউট করতে পারেননি। তাঁর ৭৬ বলের ইনিংসে আটটি বাউন্ডারি ছিল। এর মধ্যে রোচকে মারা একটি স্ট্রেট ড্রাইভ ছিল দৃষ্টিনন্দন। রাহানেও ১০৯ বলের ইনিংসে আটটি বাউন্ডারি ও একটি ছক্কা মারেন।

শুরুতেই মায়াঙ্ক আগরওয়াল (৫) আউট হন। কেমার রোচ এরপর কেএল রাহুল (৬৩ বলে ৬) ও বিরাট কোহলির (১ বলে ০) উইকেট তুলে নেন পরপর দু'বলে। দু'টি বলই অফস্টাম্পের বাইরের বলে বাঁক খাওয়ানো। একই ভাবে কুৎসিত খোঁচায় আউট রাহুল ও ভারতের অধিনায়ক। ভারত ৩৬ রানে ৩ উইকেট খুইয়ে বসে।

Jasprit Bumrah: ইতিহাস গড়া বুমরাহর কথা শুনে কেন হাসিতে ফেটে পড়লেন কোহলি?

চেতেশ্বর পুজারাও (৬৬ বলে ২৭) বেশিক্ষণ টেকেননি। জেসন হোল্ডারের বলে গালিতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনিও। এই সিরিজের চার ইনিংসের কোনওটিতেই ৩০ পেরোতে পার‌লেন না তিনি। রাহুলেরও সর্বোচ্চ ছিল ৪৪।

দিনের শুরুতে সাত উইকেটে ৮৭ রানে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। বুমরাহ আগের দিনে ছ'উইকেটের সঙ্গে আর উইকেট যোগ করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ ১১৭ রানে অলআউট হওয়ার পর ব্যাট করতে নেমে সমস্যায় পড়তে হয় ভারতকেও।

Comments
হাইলাইট
  • পঞ্চম উইকেটে ১১১ রান তোলেন হনুমা ও রাহানে
  • ভারত ওয়েস্ট ইন্ডিজের সাম‌নে ৪৬৮ রানের লক্ষ্য রেখেছে
  • দিনের শেষে দুই ওপেনারকে হারিয়ে আবারও বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজ
সম্পর্কিত খবর
নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় এ দলে পৃথ্বী শ, হার্দিক পাণ্ড্যে
নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় এ দলে পৃথ্বী শ, হার্দিক পাণ্ড্যে
Watch: খেলার মাঠে সাপ! রনজি ট্রফির ম্যাচে হুলস্থূল, দেখুন ভিডিও
Watch: খেলার মাঠে সাপ! রনজি ট্রফির ম্যাচে হুলস্থূল, দেখুন ভিডিও
সাফল্যের জন্য কোচ রবি শাস্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন হনুমা বিহারী
সাফল্যের জন্য কোচ রবি শাস্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন হনুমা বিহারী
2nd Test: হনুমা বিহারী ও অজিঙ্কা রাহানের ব্যাটে ভর দিয়ে জয়ের দোরগোড়ায় ভারত
2nd Test: হনুমা বিহারী ও অজিঙ্কা রাহানের ব্যাটে ভর দিয়ে জয়ের দোরগোড়ায় ভারত
‘‘তিনি নিশ্চয়ই গর্বিত’’: মৃত বাবাকে শতরান উৎসর্গ করলেন Hanuma Vihari
‘‘তিনি নিশ্চয়ই গর্বিত’’: মৃত বাবাকে শতরান উৎসর্গ করলেন Hanuma Vihari
Advertisement