World Test Championship: দুরন্ত ব্যাটিংয়ে দশম টেস্ট শতরান অজিঙ্কা রাহানের

Updated: 26 August 2019 11:53 IST

অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) অ্যান্টিগুয়া (Antigua) টেস্টের দ্বিতীয় ইনিংসে জীবনের দশম টেস্ট শতরানটি পেলেন।

Ajinkya Rahane Scores His 10th Test Century, First In World Test Championship
জীবনের দশম টেস্ট শতরান পেলেন অজিঙ্কা রাহানে। © এএফপি

অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) অ্যান্টিগুয়া (Antigua) টেস্টের দ্বিতীয় ইনিংসে জীবনের দশম টেস্ট শতরানটি পেলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে (World Test Championship)এটাই তাঁর প্রথম শতরান। প্রথম ইনিংসে ৮১ রান করে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ২৩৫ বল খেলে তিন অঙ্কের স্কোরে পৌঁছলেন তিনি। বিরাট কোহলি ও হনুমা বিহারীর সঙ্গে দু'টি লম্বা জুটি গড়ে ভারতকে দ্বিতীয় ইনিংসে খুব ভাল জায়গায় নিয়ে গেলে তিনি। তৃতীয় দিনের শেষ সেশনে অনেক চেষ্টা করেও উইকেট পায়নি ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু চতুর্থ দিন সকালে খেলা শুরু হতেই দিনের দ্বিতীয় ওভারে বিরায কোহলিকে আউট করেন রোস্টন চেজ। আগের দিনের ৫১ রানেই ফিরতে হয় ভারত অধিনায়ককে। এর ফলে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার বাড়তি দায়িত্ব পড়ে রাহানের উপরে।

আউট হয়ে হতাশ KL Rahul বাড়াতে চান মনঃসংযোগ

একটি ফুল লেংথ বলকে অনসাইডে খেলতে যান কোহলি। বল ব্যাটের কানায় লেগে শর্ট একস্ট্রা কভারে দাঁড়ানো জন ক্যাম্পবেলের কাছে গেলে তিনি দু'বারের চেষ্টায় বলটি করায়ত্ত করতে সমর্থ হন।

দু'সপ্তাহ আগেই ভারতীয় ‘এ' দলের হয়ে ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজ ‘এ' দলের বিরুদ্ধে অধিন‌ায়ক হনুমা বিহারী অপরাজিত শতরানের ইনিংস খেলেছিলেন‌। এদিন সিনিয়র দলের হয়েও অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ইনিংস গড়তে থাকেন তিনি। দ্বিতীয় নতুন বলেও তাঁর মনঃসংযোগ ভাঙা সম্ভব হয়নি ক্যারিবিয়ান বোলারদের পক্ষে।

রোহিত, অশ্বিন টেস্টে সুযোগ না পাওয়ায় বিস্মিত Sourav Ganguly

কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল— এই দুই বোলারের উপরে নির্ভরশীল ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। কিন্তু গ্যাব্রিয়েল পায়ের চোট পেয়ে গিয়েছেন। কিন্তু রোচ আগুন ধরাচ্ছিলেন। তাঁকে সাহায্য করার ভার পড়েছিল মিগুয়েল কামিন্সের উপরে। কিন্তু তাঁরও চোট। সকালের সেশনে অধিকাংশ সময় তিনি মাঠের বাইরে ছিলেন। ফলে অধিনায়ক হোল্ডারকেই বোলিংয়ের দায়ভার নিজের কাঁধে তুলে নিতে হয়।

লাঞ্চের সময় ক্যারিবিয়ানদের অসহায় দেখাচ্ছিল। রাহানে ও হনুমা বিহারীর ব্যাটের দাপটে তখন দ্রুতগতিতে রান উঠছে। ওই সেশনে কেবল কোহলির উইকেট হারিয়ে ১০২ রান ওঠে। জুটিতে শতরানও হয়ে যান রাহানে-বিহারীর।

(তথ্য সহায়তা: এএফপি)​

Comments
হাইলাইট
  • ২৩৫ বল খেলে তিন অঙ্কের স্কোরে পৌঁছন অজিঙ্কা রাহানে
  • প্রথম ইনিংসে ৮১ রান করে আউট হয়েছিলেন তিনি
  • বিরাট কোহলি ও হনুমা বিহারীর সঙ্গে দু’টি লম্বা জুটি গড়েন রাহানে
সম্পর্কিত খবর
Ravi Shastri কী ছবি পোস্ট করলেন যা ঘিরে তৈরি হয়ে গেল মজার মেমে
Ravi Shastri কী ছবি পোস্ট করলেন যা ঘিরে তৈরি হয়ে গেল মজার মেমে
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিকই বুমরার শেষ নয়: Irfan Pathan
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিকই বুমরার শেষ নয়: Irfan Pathan
সাফল্যের জন্য কোচ রবি শাস্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন হনুমা বিহারী
সাফল্যের জন্য কোচ রবি শাস্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন হনুমা বিহারী
সাত বছরের ফ্যানের থেকে অটোগ্রাফ নিলেন Virat Kohli, দেখে কী করলেন অনুষ্কা
সাত বছরের ফ্যানের থেকে অটোগ্রাফ নিলেন Virat Kohli, দেখে কী করলেন অনুষ্কা
শিখর ধাওয়ানের বাঁশি বাজানোর ভিডিও দেখে চমকে গেলেন তাঁর ভক্তরা, দেখুন ভিডিও
শিখর ধাওয়ানের বাঁশি বাজানোর ভিডিও দেখে চমকে গেলেন তাঁর ভক্তরা, দেখুন ভিডিও
Advertisement