Listen to the latest songs, only on JioSaavn.com
 

U19 World Cup: ফাইনালে দুই দলের ব্যবহারকে ‘ভয়ঙ্কর’ বললেন কপিল দেব

Updated: 14 February 2020 11:25 IST

দুই ভারতীয় ক্রিকেটার ও তিন বাংলাদেশ ক্রিকেটারকে ফাইনাল ম্যাচে ঝামেলায় জরানোর জন্য শাস্তির ঘোষণা করেছে ICC।

Kapil Dev On "Horrible" U-19 World Cup Final Scuffle: "No Right To Fight"
U-19 World Cup Final: ভারত-বাংলাদেশের মধ্যে ছিল টানটান উত্তেজনা © এএফপি

ভারতকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক Kapil Dev এ বার মুখ খুললেন U-19 World Cup ফাইনালে দুই দলের ব্যবহার নিয়ে। এই ঘটনাকে এক কথায় ‘ভয়ঙ্কর' বলে ব্যাখ্যা করেছেন তিনি। তিনি বলেন, ‘‘ক্রিকেট আর ভদ্র লোকেদের খেলা নেই।'' ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক BCCI –কে অনুরোধ করেছেন, যাঁরা এই অন্যায়ের সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হোক। যাতে একটা উদাহরণ তৈরি হয়। তিনি বলেন, ‘‘কে বলে ক্রিকেট ভদ্রলোকদের খেলা? এটা মোটেও ভদ্রলোকদের খেলা নয়। এটা ছিল!'' একই সঙ্গে তাঁর নেতৃত্বে ভারতের ১৯৮৩তে বিশ্বকার জয়ের স্মৃতিও তিনি ভাগাভাগি করে নিয়েছেন।

আইসিসি ইতিমধ্যেই পাঁচ ক্রিকেটারের শাস্তি ঘোষণা করেছে। তার মধ্যে দু'জন ভারতীয় প্লেয়ার রয়েছেন তিনজন বাংলাদেশের। ভারতের আকাশ সিং ও রবি বিষ্ণোই রয়েছেন এই তালিকায়। বাংলাদেশের তিন প্লেয়ার মহম্মদ তৌহিদ হৃদয়, শামিম হোসেন ও রাকিবুল হাসান।

কপিল দেব বলেন, ‘‘ওই ছোট ছেলেদের মধ্যে যা ঘটেছে সেটা ভয়ঙ্কর, ক্রিকেটর বোর্ডের কঠিন‌ পদক্ষেপ নেওয়া উচিৎ আজকে যাতে ভবিষ্যতে কাল আর এমন ভুল না হয়।''

তিনি আরও বলেন, ‘‘তোমরা ম্যাচ হেরে গিয়েছ, তোমাদের কোনও অধিকার নেই মাঠে ফিরে গিয়ে কারও সঙ্গে লড়াই করার। ফিরে এসো। অধিনায়ক, ম্যান‌েজার এবং সেই সব মানুষ যারা বাইরে বসেছিল তারা অনেকবেশি দায়ী। কখনও, যদি তোমার ১৮র কোটায় বয়স হয়, সে বুঝতে পারে না। কিন্তু তুমি যদি ম্যানেজার হও, তাহলে সেটা তোমার দায়িত্ব পরিস্থিতির দিকে খেয়াল রাখা।''

বাংলাদেশের তরফে তাঁদের অধিনায়ক আকবর আলি ক্ষমা চেয়েছেন এই অপ্রত্যাশিক ঘটনার জন্য। ভারত অধিনায়ক প্রিয়ম গর্গ মনে করেন, এমন ঘটনা ঘটা উচিৎ হয়নি।

Comments
হাইলাইট
  • ভারত ও বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ প্লেয়াররা ঝামেলায় জরিয়ে পড়েন
  • কপিল দেবের মতে, ক্রিকেট প্রশাসনের কঠিন ব্যবস্থা নেওয়া উচিৎ
  • তিনি বলেন, ক্রিকেট আর ভদ্রলোকের খেলা নেই
সম্পর্কিত খবর
আইসিএ-র উদ্যোগে এবার যোগ দিলেন সুনীল গাভাস্কার ও কপিল দেব
আইসিএ-র উদ্যোগে এবার যোগ দিলেন সুনীল গাভাস্কার ও কপিল দেব
লকডাউনে হঠাৎ ন্যাড়া কপিল দেব! ভিডিওয় জানালেন নয়া লুকের পিছনে কোন রহস্য
লকডাউনে হঠাৎ ন্যাড়া কপিল দেব! ভিডিওয় জানালেন নয়া লুকের পিছনে কোন রহস্য
কোভিড-১৯-এর জন্য ভারত-পাক সিরিজ খেলার শোয়েবের ইচ্ছেকে ওড়ালেন কপিল
কোভিড-১৯-এর জন্য ভারত-পাক সিরিজ খেলার শোয়েবের ইচ্ছেকে ওড়ালেন কপিল
আমি জানি এই লড়াই আমরা জিতব, করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে বললেন কপিল দেব
আমি জানি এই লড়াই আমরা জিতব, করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে বললেন কপিল দেব
U19 World Cup: ফাইনালে দুই দলের ব্যবহারকে ‘ভয়ঙ্কর’ বললেন কপিল দেব
U19 World Cup: ফাইনালে দুই দলের ব্যবহারকে ‘ভয়ঙ্কর’ বললেন কপিল দেব
Advertisement