
আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলা Shanghai Masters থেকে নাম তুলে নিলেন Rafael Nadal। শুক্রবার জানিয়ে দেওয়া হল তাঁর কব্জির চোট এখনও সারেনি। বিশ্বের দু'নম্বর তারকা গত মাসের লেভার কাপ থেকেও সরে দাঁড়িয়েছিলেন। এই নিয়ে পর পর দু'বছর সাংঘাই মাস্টার্সে নামতে পারলেন না নাদাল। এক বার্তায় ৩৩ বছরের এই তারকা টেনিস প্লেয়ার বলেন, ‘‘হয়তো আপনারা সকলেই জানেন, আমার বাঁ হাতের কব্জিতে লেভার কাপের সময় থেকে সমস্যা শুরু হয়। আমি সেই চোট সারিয়ে উঠে নিজেকে প্রস্তুত করতে পারিনি এই টুর্নামেন্টের জন্য। আশা করছি ২০২০-র সাংঘাই ওপেনে আমি ফিরতে পারব।''
Laver Cup: রাফায়েল নাদালের কোচ ফেডেরার, দেখুন ভিডিও
টুর্নামেন্টের ডিরেক্র মাইকেল লুভানো বলেন, ‘‘রাফায়েল নাদালকে আমরা মিস করব সাঁঘাই মাস্টার্সে। চিনে চেনিস ও এই টুর্নামেন্টকে ও সব সময় সমর্থন করে এসেছে।''
তিনি আরও বলেন, ‘‘সাংঘাই মাস্টার্সের পরিবারের পক্ষ থেকে রাফায়েল ও ওর বান্ধবী মারিয়া ফ্রান্সিসকাকে অনেক শুভেচ্ছা ওদের আসন্ন বিয়ের জন্য।''
১৯ অক্টোবর বিয়ে করতে চলেছেন রাফায়েল নাদাল।