ইউএস ওপেনে এবার সেরেনা বনাম ভেনাস

Updated: 30 August 2018 13:50 IST

এর আগের 29 বারের মধ্যে 17 বার জিতেছেন সেরেনা, 12 বার জিতেছেন ভেনাস। 

US Open: Another Major Venus-Serena Showdown
আবার সেরেনা-ভেনাস মুখোমুখি © AFP

সালটা 1998। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল দুই বোন। দুই উইলিয়ামস-সেরেনা, ভেনাস। তখনও বোঝা যায়নি দুই উইলিয়ামস বোনেই টেনিস বিশ্বকে শাসন করবে। গ্র্যান্ডস্লামে উইলিয়ামস বোনেদের দ্বৈরথটা 20 বছরে পা দিচ্ছে। ইউএস ওপেনে শনিবার মহিলাদের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হতে চলেছেন সেরেনা-ভেনাস। আজ দ্বিতীয় রাউন্ডে সেরেনা সহজেই 6-2,6-2 হারান জার্মানির ক্যারিনা উইথওটকে। অন্যদিকে, ভেনাস দ্বিতীয় রাউন্ডে হারান ইতালির গ্ল্যামারগার্ল ক্যামিলা গিয়োর্গিকে স্ট্রেট সেটে 6-4, 7-5। এবার নিয়ে বারবার 30 বার পেশাদার টেনিসে মুখোমুখি হতে চলেছেন দুই উইলিয়ামস বোন। এর আগের 29 বারের মধ্যে 17 বার জিতেছেন সেরেনা, 12 বার জিতেছেন ভেনাস। 

গ্র্যান্ডস্লামে এর আগে 15 বার মুখোমুখি হয়েছেন দুই উইলিয়ামস বোন। তাতে সেরেনা এগিয়ে 10-5। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ভেনাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ছুটেছিলেন সেরেনা। আর জানতে পেরেছিলেন তাঁর গর্ভে তিন সপ্তাহের সন্তান। গত বেশ কয়েক বছর ধরেই দুই বোনের মধ্যে ম্যাচে সেরেনাই বারবার জিতছেন। তবে মা হওয়ার পর কোর্টে ফিরে এসে ভেনাসের সঙ্গে একবার সাক্ষাৎ হয়, তাতে হারেন সেরেনা। ইন্ডিয়ান ওয়েলশ মাস্টার্সের প্রি কোয়ার্টার ফাইনালে সেরেনাকে 6–3, 6–4 হারিয়েছিলেন ভেনাস। তবে এসব তো জেতা-হারার শুকনো তথ্য। আসল কথা হল 20 বছর পূর্ণ হতে চলেছে দুই বোনের দ্বৈরথ। 

এদিকে, ইউএস ওপেনে গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল সহজেই দ্বিতীয় রাউন্ডের গণ্ডি টপকালেন। নাদাল 6-3, 6-4, 6-2 হারালেন কানাডার ভাসেল পসপিসিলের বিরুদ্ধে। প্রি কোয়ার্টারে নাদাল খেলবেন রাশিয়ার কারেন খাচানোভের বিরুদ্ধে। নাদালকে বেশ ছন্দেই দেখাচ্ছে। নিউ ইয়র্কে তীব্র গরমের মাঝেই ফ্ল্যাশিং মিডোয় গলদঘর্ম দশার মধ্যে চলছে ইউএস ওপেন। তাপমাত্রা 38 ডিগ্রি ছাড়াতেই কোর্টে খেলোয়াড়রা অসুস্থ হয়ে পড়ছেন। গতকাল তীব্র গরমে কোর্টেই হিট ব্রেকে জামা খুলে বরফ জলে স্নান করে নেন নোভাক জকোভিচ। আর আজ পাঁচজন খেলোয়াড় গরমের সঙ্গে পাল্লা দিতে না পেরে সরে দাঁড়ালেন। গরমের কারণে সরে দাঁড়াতে বাধ্য হওয়া ওই পাঁচজন আবার পুরুষ খেলোয়াড়। তাদের মধ্যে আছেন দুনিয়ার আট নম্বর খেলোয়াড় রাশিয়ার মিখাইল ইউজানি। 36 বছরের ইউজানি আগামী মাসেই টেনিস থেকে অবসর নিচ্ছেন। তার আগে এভাবে জীবনের শেষ গ্র্যান্ডস্লাম থেকে বিদায় নিতে হওয়ায় ইউজানির মনখারাপ। বলছেন, ''সরে যেতে খারাপ লাগছে। তবে এটাও ঠিক এত গরমে খেললে তো মারা যাব। একটা সময় মনে হচ্ছিল মাথা ঘুরে পড়ে যাব। তখনই সরে দাঁড়ালাম। এতো পুরো মরণফাঁদ হয়ে আছে।'' এদিকে, ইউএস ওপেনে ইন্দ্রপতন অব্যাহত। দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিলেন স্কটিশ মহাতারকা অ্যান্ডি মারে। স্পেনের ফার্নান্দো ভার্দাস্কোর বিরুদ্ধে মারে হারলেন 5-7, 6-2, 4-6, 4-6। চোট থেকে সেরে উঠে ইউএস ওপেন জয়ের লক্ষ্যে নেমেছিলেেন মারে। তবে তিনি যে পুরোপুরি আগের মত ফিটনেস ফিরে পাননি সেটা তাঁর কোর্টে নড়াচড়া দেখেই বোঝা যাচ্ছিল। প্রথম সেটে 5-7 হারের পর, দ্বিতীয়টাতে ফিরে এসেছিলেন, তবে তারপর কেমনভাবে যেন হারিয়ে গেলেন ম্যাচ থেকে।    

Comments
হাইলাইট
  • দুই উইলিমাস বোনেদের প্রথমবার মুখোমুখি হয় 1998 অজি ওপেনে
  • সেরেনা 17-12 ফলে এগিয়ে ভেনাসের থেকে
  • চলতি বছর অবশ্য ভেনাস হারিয়েছন সেরেনাকে
সম্পর্কিত খবর
দেখুন কী ভাবে নিজের বিয়েতে বলিউড মিউজিকের সঙ্গে নাচলেন এই টেনিস তারকা
দেখুন কী ভাবে নিজের বিয়েতে বলিউড মিউজিকের সঙ্গে নাচলেন এই টেনিস তারকা
স্বপ্নভঙ্গ সেরেনার! উইম্বলডনের ফাইনালে ৫৬ মিনিটে হার সিমোনা হালেপের কাছে
স্বপ্নভঙ্গ সেরেনার! উইম্বলডনের ফাইনালে ৫৬ মিনিটে হার সিমোনা হালেপের কাছে
এভাবেও ফিরে আসা যায়! বিনিদ্র রজনী ভুলে কীভাবে কোর্টে ফিরলেন সেরেনা
এভাবেও ফিরে আসা যায়! বিনিদ্র রজনী ভুলে কীভাবে কোর্টে ফিরলেন সেরেনা
সেরেনা উইলিয়ামসকে ‘ব্যাড পার্সনালির্টি’ বললেন ডমিনিক থিয়েম
সেরেনা উইলিয়ামসকে ‘ব্যাড পার্সনালির্টি’ বললেন ডমিনিক থিয়েম
আবার সেই ফরাসি ওপেনেই ড্রেসে চমক সেরেনার
আবার সেই ফরাসি ওপেনেই ড্রেসে চমক সেরেনার
Advertisement