
কেরিয়ারের সবচেয়ে বিশ্রী হারের পর সেরেনা উইলিয়ামস নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। সান জোসে টুর্নামেন্টের ফাইনালে ব্রিটিশ তারকা জোনাথন কোন্টার কাছে 0-6, 1-6 হেরেছিলেন সেরেনা। সেটাই ছিল টেনিস বিশ্বের সর্বকালের সফলতম (ট্রফি জয়ের বিচার) খেলোয়াড় সেরেনা উইলিয়ামসের কেরিয়ারের সবচেয়ে জঘন্য হার। সেই হারের ধাক্কা কাটিয়ে কোর্টে ফিরেই দারুণ জয় পেলেন সেরেনা। সোমবার রাতে সিনসিনাটি মাস্টার্সের প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার দারিয়া গাভরিলোভাকে 6-1, 6-2 হারিয়ে দিলেন সেরেনা। দু সপ্তাহ আগেই সবচেয়ে খারাপ হারের পর, ভাল একটা জয় পেয়ে উঠলেন দ্বিতীয় রাউন্ডে। উইম্বলডনের ফাইনালে অ্যাঞ্জেলা কের্বেরের কাছে হারের পর সময়টা একেবারে ভাল যাচ্ছে না সেরেনার। ক দিন আগেই সেরেনা নিজেই জানান, তিনি সন্তানের জন্ম দেওয়ার পর মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। সেরেনা মনে করেন, তিনি কিছুতেই ভাল মা হতে পারছেন না।
তবে সে সব ঝেড়ে ফেলে সেরেনা তাঁর 24 তম গ্র্যান্ডস্লামটা জিততে মরিয়া। আর সেটা করার সুযোগ পাচ্ছেন নিজের দেশের মাটিতে আয়োজিত হতে চলা বছরের শেষ গ্র্যান্ডস্লামে। আগামী 27 অগাস্ট থেকে ফ্ল্য়াশিং মিডোয় হতে চলা ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হতে পারলে একসঙ্গে অনেক নজির গড়বেন মা সেরেনা। মা হওয়ার পর সেটাই হবে সেরেনার প্রথম গ্র্যান্ডস্লাম জয়।
এদিকে, সেরেনার দারুণ জয়ের মাঝে পুরুষদের সিঙ্গলসে মহাতারকা অ্যান্ডি মারের করুণ হার। চোট সারিয়ে কিছুতেই ছন্দ খুঁজে না পাওয়া মারে সিনসিনাটিতে হারলেন শুরুতেই। দিন দশেক আগেই ওয়াশিংটন ওপেনে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় রাউন্ডের ম্যাচ রাত তিনটি অবধি খেলতে হয় মারেকে। তারপরই ক্লান্ত মারে টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করেন। লুকাস পাওলির বিরুদ্ধে তিনবারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন মারে হারলেন 1-6, 6-1, 4-6। চবে উইম্বলডন চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ জিতলেন 6-4, 7-6 (7/4)। মন্ট্রিয়ালে জিতে ওঠে রাফায়েল নাদাল এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তবে খেলছেন রজার ফেডেরার।